ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

১৭ লাখ টাকা আত্মসাৎ

অভয়নগরে কয়লার বাজারে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, সোমবার

অভয়নগরে শিল্প-বাণিজ্য ও বন্দরনগর নওয়াপাড়ার কয়লার বাজারে প্রতারক চক্রের সন্ধান মিলেছে। ইতিপূর্বেও কয়লা দেয়ার নাম করে টাকা আত্মসাতের ঘটনা ঘটলেও বেশ কিছুদিন চক্রটি গা ঢাকা দিয়ে ছিল। ফের কয়লা কেলেংকারি চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। কয়লা ব্যবসার নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। শুক্রবার গভীর রাতে ঝালকাঠি জেলার রাজাপুর ও যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলো- ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের আব্দুল মালেক খানের ছেলে কালাম খান, ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাটি গ্রামের মৃত লেহাজ উদ্দিন হাওলাদারের ছেলে নাসির উদ্দিন, খুলনার ডুমুরিয়া উপজেলা রুস্তমপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলের নুরুল ইসলাম ও জামাল উদ্দিনের ছেলে আখতারুজ্জামান। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া বলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইছামতশেরপুর এসবি ইটভাটা কর্তৃপক্ষ কয়লা কেনার জন্য যশোরের মেসার্স খান এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে। এরপর গত ১৯শে মার্চ ভাটা মালিক সাজু প্রধান ও ম্যানেজার টুলু মিয়া কয়লা নিতে যশোরে আসেন। আসামিরা তাদের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার একটি কয়লা ডিপোতে নিয়ে যায়। এবং ৫টি ট্রাকে ১১৯ টন কয়লা লোড করে স্কেলের কাজ শেষ করে। এরপর কয়লার মূল্য ২০ লাখ ১১ হাজার ১০০ টাকা দাবি করে। ভাটা কর্তৃপক্ষ তাৎক্ষণিক আসামিদের মেসার্স খান এন্টারপ্রাইজ নামীয় দু’টি অ্যাকাউন্টে ১৭ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন। কয়লা পৌঁছানোর পর বাকি টাকা দেয়ার কথা হয়। তবে আসামিরা কয়লা পাঠায়নি এবং আত্মসাৎ করে মোবাইল ফোনগুলো বন্ধ করে দেয়। 
তিনি বলেন, টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে ভাটার ম্যানেজার টুলু মিয়া প্রতারণার অভিযোগে মামলা করেন। এরপর ডিবি’র একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে ঝালকাঠির রাজাপুর থেকে কালাম খান ও নাসির উদ্দিন নামে দুই প্রতারককে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যমতে শুক্রবার ভোরে যশোরের কেশবপুর থেকে আসামি মনিরুল ইসলাম ও আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকা, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, বরিশালে ১২টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status