বাংলারজমিন
সিরাজগঞ্জে সাংবাদিকের হাত-পা ভেঙে দেয়ার ১ মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, সোমবারসিরাজগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিক শাহীন খানের হাত ও পা ভেঙে দেয়ার ঘটনার একমাস পার হলেও এখনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সচেতন মহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সমাজের সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা। আহত শাহীন খান রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামের আব্দুল বারিক খানের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
গতকাল সকালে আহত সাংবাদিকের বড় ভাই শামীম উদ্দিন খান তার ভাইয়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। তিনি বলেন, গত ১৫ই মার্চ দুপুরে শাহীন গভীর নলকূপ দেখাশোনা করতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী শ্যামগোপ গ্রামের শাহ পরান, রফিকুল ইসলাম, সজিব হোসেন, শের আলী, ইউসুফ আলী ও সুজন হোসেনসহ ৭-৮ জন তাকে লাঠিসোটা নিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে হাত-পা ভেঙে ধান ক্ষেতে ফেলে রাখে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেয়ার পর গত শুক্রবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, এ হামলার ঘটনায় ১৬ই মার্চ জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। উল্টো আমাদের বিরুদ্ধে হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে মিথ্যা একটি মামলা দায়ের করেছে। তারা তদন্তপূর্বক এই মামলা প্রত্যাহার ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এদিকে, অভিযুক্ত শাহ পরান গংদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, হামলার ঘটনায় আসামিরা জামিনে রয়েছে। এজন্য তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। একইদিন উভয়পক্ষের দু’টি মামলা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।