ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

দুর্দান্ত প্রত্যাবর্তনে জয়ের পর দুঃসংবাদ বার্সা শিবিরে

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, সোমবার
mzamin

স্প্যানিশ লা লিগার ম্যাচে একপর্যায়ে বার্সেলোনা পিছিয়ে ছিল ৩-১ গোলে। একের পর এক আক্রমণ ভেস্তে যাচ্ছে সেল্টা ভিগোর রক্ষণে গিয়ে। তবে শেষ পর্যন্ত যোগ করা অষ্টম মিনিটে রাফিনহার লক্ষ্যভেদে ৪-৩ গোলে জয় তুলে নেয় কাতালানরা। পূর্ণ ৩ পয়েন্টে টেবিলের শীর্ষেই থাকলো বার্সা। তবে ম্যাচ শেষে কাতালান শিবিরে হতাশা ভর করে ভিন্ন কারণে। এদিন চোট নিয়ে মাঠ ছাড়েন দলের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি। এই চোটে শঙ্কা দেখা দিয়েছে তার কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল এমনকি চ্যাম্পিয়নস লীগে ইন্টার মিলানের সঙ্গে সেমিফাইনালে খেলা নিয়েও। চলতি বছরে প্রথমবারের মতো তরুণ তুর্কি লামিন ইয়ামালকে ছাড়াই একাদশ সাজান কোচ হান্সি ফ্লিক। অলিম্পিক স্টেডিয়ামে তবুও আক্রমণে বেগ পেতে হয়নি স্বাগতিকদের। ৭৩ শতাংশ বল পায়ে রাখা বার্সা ১৮টি শটের মধ্যে কেবল ৬টি লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে ১১টির মধ্যে ৮টিই লক্ষ্যে থাকে সেল্টা ভিগোর। ম্যাচের দ্বাদশ মিনিটে ইনিয়েগো মার্তিনেজের থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে জাল খুঁজে নেন ফেররান তোরেস। ৩ মিনিটের ব্যবধানে সফরকারীদের সমতায় ফেরান বোরজা ইগিলেসিয়াস। আক্রমন-প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠলেও বিরতির আগ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। মাঠে ফিরে ৫২তম মিনিটে সেল্টাকে এবার লিড এনে দেন স্প্যানিশ ফরোয়ার্ড ইগলেসিয়াস। এক সতীর্থের পাস ফ্রেঙ্কি ডি ইয়ং মিস করলে বল পেয়ে নিজের কাজটা করেন এই ৩২ বছর বয়সী স্প্যানিশ। এর দশ মিনিটের মাথায় হ্যাটট্রিক গোলটি করে স্বাগতিকদের মাথায় বাজ ফেলে দেন ইগলেসিয়াস। তবে ৬৪তম মিনিটে এক গোল শোধ করেন দানি ওলমো। এরই মধ্যে বদলি হিসেবে ইয়ামাল মাঠে নামলে আক্রমণে ধার বারে স্বাগতিকদের। ৬৮তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে স্কোরলাইন ৩-৩ করেন রাফিনহা। এই ম্যাচে বার্সা ড্র করলে আর রিয়াল মাদ্রিদ পরের ম্যাচে জিতলে দুদলের পয়েন্ট ব্যবধান থাকত মোটে ২। তবে সেই সুযোগ পাচ্ছে না অল হোয়াইটরা। যোগ করা অষ্টম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে জয় ছিনিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে সবার উপরেই থাকল বার্সেলোনা। চোটের পর বাঁ পায়ের পেছনের ঊরুর পেশি চেপে ধরে মাঠ ছাড়েন লেভানদোভস্কি। আগামী ২৬শে এপ্রিল রাতে কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। কাতালানদের এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা, মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে লেভাকে পাওয়া নিয়ে। এদিনের ম্যাচের পর একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, চোটটি হ্যামস্ট্রিংয়ের এবং এর জন্যে তিনি অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে চলে যেতে পারেন লেভা। শঙ্কা দেখা দিয়েছে আগামী মাসের প্রথম দিকে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালের দুই লেগে লেভার খেলা নিয়েও। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ৪০ গোল করেছেন এই ৩১ বছর বয়সী স্ট্রাইকার, যার ১১টি করেছেন ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে। এমন গুরুত্বপূর্ণ সময়ে তাকে হারানোটা বার্সেলোনার জন্য চরম দুঃসংবাদই বটে। যদিও বার্সা বস হান্সি ফ্লিক নিশ্চিতভাবে কিছু জানাননি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আগামীকাল লেভানদোভস্কির এমআরআই করানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status