ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

মেসির জন্য ভেন্যু পরিবর্তন, রেকর্ড দর্শকের সামনে জয় মায়ামির

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, সোমবার

ঘরের মাঠ হিসেবে কলম্বাস ক্রু ব্যবহার করে লোয়ার ডট কম ফিল্ড। এই মাঠের ধারণ ক্ষমতা ২০ হাজার। আর লিওনেল মেসি যখন সফরকারী দলের সঙ্গে খেলতে আসছেন, তখন এই ভেন্যু চলবে না তা জানত ক্লাব কর্তৃপক্ষ। তাই একই মালিকানাধীন এনএফএল দল ক্লিভল্যান্ড ব্রাউনসের মাঠ হান্টিংটন ব্যাংক ফিল্ডে সরিয়ে নেয়া হয় কলম্বাস আর ইন্টার মায়ামির মধ্যকার ম্যাচটি। মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে সেখানে রেকর্ড দর্শকের সামনে ১-০ গোলে জয় তুলে নেয় সফরকারী ইন্টার মায়ামি।
গতকাল ভোর ৬টায় মাঠে গড়ানো ম্যাচটিতে ছিল রেকর্ড দর্শক উপস্থিতি। সামাজিক যোগাযোগমাধ্যমে কলম্বাস ক্রু জানিয়েছে, কলম্বাস-মায়ামি ম্যাচটি দেখতে হান্টিংটন ব্যাংক ফিল্ডে উপস্থিত ছিলেন ৬০ হাজার ৬১৪ জন, যা কি না এই মাঠে এনএফএলের বাইরে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ড। ২০০২-এর নভেম্বরে এখানে আমেরিকান ফুটবলের (এনএফএল) ব্রাউনস-স্টিলার্স ম্যাচ উপভোগ করেন ৭৩ হাজার ৭১৮ জন। যদিও নামটা যখন লিও মেসি তখন ভক্তদের উপচে পড়া ভিড় তো থাকবেই। কানসাস স্টেডিয়ামে এই আর্জেন্টাইন মহাতারকার সবশেষ খেলা ম্যাচে দর্শক ছিল ৭২ হাজার ৬১০ জন। বোস্টনের মাঠে ৬৫ হাজার ৬১২ ও গত সপ্তাহে শিকাগো ফায়ারের মাঠ সোলজার ফিল্ডে উপস্থিত হন ৬২ হাজার ৩৫৮ জন দর্শক। আজকের লড়াইটি ছিল এমএলএসের দুই অপরাজিত দলের মধ্যে। সেটিতে জয় তুলে নিয়ে লীগের এখন একমাত্র অপরাজিত দল ইন্টার মায়ামি। ম্যাচের ৩০তম মিনিটে দুর্দান্ত এক ডাইভিং হেডে জয়সূচক একমাত্র গোলটি করেন বেঞ্জামিন ক্রেমাচি। ২০ বছর বয়সী এই আমেরিকান মিডফিল্ডারের এটিই মৌসুমের প্রথম গোল। গ্যালারির দিকে তাকিয়ে বুঝার উপায় ছিল না যে কোন দলের ঘরের মাঠ এটি। মায়ামির গোলাপি জার্সি আর ঘরের দলের দর্শকদের হলুদ জার্সি যেন সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছিল। যদিও যাকে দেখতে এত উন্মাদনা সেই মেসি তেমন একটা জ্বলে উঠতে পারেননি। ম্যাচের এক পর্যায়ে মায়ামি অধিনায়কের ডি বক্সের বাইরে থেকে নেয়া বাঁকানো শট একটুও জন্য পোস্টের পাশ ঘেঁষে বেরিয়ে যায়।
ইস্টার্ন কনফারেন্সের তালিকায় ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে হাভিয়ের মাশচেরানোর শিষ্যরা। একটি করে ম্যাচ বেশি খেলা শার্লট ও সিনসিনাটি সমান ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status