ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান

স্পোর্টস রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৫:০৫ অপরাহ্ন

mzamin

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-এটিজেএফবির আয়োজনে আগামী ২৫শে এপ্রিল (শুক্রবার) রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫ ম্যারাথন। আয়োজনটির টাইটেল স্পন্সর রিদম গ্রুপ এবং পাওয়ার্ড বাই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।  

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক এটিজেএফবি জানায়, ২৫শে এপ্রিল শুক্রবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে। বিভিন্ন পেশাজীবীদের পাশাপাশি দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে যুক্ত সাত শতাধিক রানার অংশ নিচ্ছেন বিউটিফুল বাংলাদেশ রানে। রান আয়োজনটিকে প্রাণবন্ত করতে ইনফ্লুয়েন্সার হিসেবে থাকছেন ডা. নাসরীন আক্তার শিমু। এছাড়া পেসার হিসেবে থাকছেন শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস মিতু, ডা. মো. নাঈম হোসাইন খান ও কে এম ইয়াসির আরাফাত অমি। আয়োজনের সহযোগিতায় রয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, টুরিস্ট পুলিশ বাংলাদেশ, আটাব, টোয়াব, ইলেক্ট্রোলাইট ড্রিঙ্কস অ্যাকটিভ, ঢাকা ওয়াসা, ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও ফেমাস ক্রিয়েশন। 

বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫ এ আরো পৃষ্ঠপোষকতা রয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, ভাইয়া গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, ফিটস এয়ার, বেঙ্গল এয়ার লিফট, শেয়ার ট্রিপ, এয়ার ইন্ডিয়া, আমেরিকান টুরিস্টার, টিপিসি, টাইটান, সামসনিট, স্কিন পারফিউম, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও এয়ার আস্ট্রা।

বিউটিফুল বাংলাদেশ রান আয়োজন প্রসঙ্গে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, রানের মাধ্যমে দেশের এভিয়েশন এবং পর্যটনকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। সম্ভাবনাময় এই দুটি খাতের নানা দিক তুলে ধরা হবে এই মেগা ইভেন্টে। এর আগে এটিজেএফবি দেশের পর্যটন শিল্পের বিকাশে সামাজিক দায়বদ্ধতা থেকে একাধিক সফল ট্যুরিজম ফেস্ট আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় এবারের রান আয়োজন।

 বিউটিফুল বাংলাদেশ রানের চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন বলেন,  শুধুমাত্র রানেই সীমাবদ্ধ থাকবে না এবারের আয়োজন। এটাকে উৎসবে রূপান্তর করার সর্বাত্মক চেষ্টা করা হবে। বিজয়ীদের পাশাপাশি রানে অংশগ্রহণকারী সবার মধ্যে রাফেল ড্রয়ের মাধ্যমে থাকছে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার। শুধু তাই নয়, রান শেষে অংশগ্রহণকারীদের জন্য থাকছে মেডেলের ছবি নিয়ে ফটো কনটেস্ট।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status