খেলা
মেসি-রোনালদো-বুফন-রিকেলমেদের এক ছাদের নিচে আনছেন তেভেজ
স্পোর্টস ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ২:২৬ অপরাহ্ন

ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসিকে আগের মতো একই ম্যাচে আর খেলতে দেখা যায় না। মাঠে দুজনের সবশেষ দেখা হয়েছে ২০২৩-এ, মেসি তখন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। ফুটবল ভক্তদের মনের সুপ্ত আশা আরেকবার পূরণ করতে যাচ্ছেন কার্লোস তেভেজ। আর্জেন্টাইন এই কিংবদন্তি ফুটবলার পেশাদার ফুটবল ছেড়েছেন বছর তিনেক আগে। এতদিন পর একটি বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা জেগেছে তার। আর সে ম্যাচেই তেভেজ একত্রিত করতে চান সব তারকা ফুটবলারদের, যেখানে মেসি-রোনালদোর সঙ্গে থাকবেন জিয়ানলুইজি বুফন আর রোমান রিকেলমের মতো মহাতারকারাও।
২০২২-এ পেশাদার ফুটবলকে বিদায় জানানোর আগে তেভেজ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাসের মতো ক্লাবে। এরপর শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফিরে তুলে রেখেছেন বুটজোড়া। আর্জেন্টাইন এই ঐতিহাসিক ক্লাবটির ঘরের মাঠ লা বোমবোনেরা স্টেডিয়ামে একটি বিদায়ী ম্যাচের আয়োজন করতে চান এই ৪১ বছর বয়সী সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড। সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ওলগায় দেয়া এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘আমি বিদায়ী ম্যাচের আয়োজন করব। এখন খুঁজে দেখতে হবে যে কখন করা যায়। কেননা, সময় বের করা সহজ নয়।’ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের বিভিন্ন সতীর্থকে এই ম্যাচে চান তেভেজ। মেসি-রোনালদোকে নিয়ে ফুটবল বিশ্বের উদ্দীপনার ব্যাপারে অবগত তিনি। আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ারে দুজনকেই পেয়েছেন সতীর্থ হিসেবে। মেসির সঙ্গে খেলেছেন জাতীয় দলে। আর পর্তুগিজ মহাতারকার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। রেড ডেভিলদের হয়ে নিজে জিতেছেন দু’টি প্রিমিয়ার লীগ, একটি চ্যাম্পিয়নস লীগ ও একটি ফিফা ক্লাব বিশ্বকাপ। দুই সতীর্থকেই তেভেজ চান তার বিদায়ী ম্যাচে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লিও মেসি, ক্রিস্টিয়ানো.. ওদের নিয়ে আসব। আমি নিজেই ওদের সঙ্গে যোগাযোগ করব। ওদের নাম্বার আমার হোয়াটসঅ্যাপে সেভ করা আছে।’ ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত তেভেজ খেলেছেন জুভেন্টাসের হয়ে। ইংলিশ কিংবদন্তি ওয়েন রুনির পাশাপাশি ওল্ড লেডিদের সতীর্থদেরও বিদায়ী ম্যাচে দেখতে চান তেভেজ। তিনি যোগ করেন, ‘(এডউইন) ভ্যান ডার সার এক দিকে খেলবে, আরেক দিকে খেলবে (জিয়ানলুইজি) বুফন। সেন্টারব্যাকে রিও ফার্ডিনান্ড, (নেমাঞ্জা) ভিদিচ, জর্জিও (কিয়েলিনি), (লিওনার্দো) বোনুচ্চিরা থাকতে পারে। আমার ভাইও থাকবে। মাঝমাঠে আন্দ্রে (পিরলো), পল স্কোলস, রোমান (রিকেলমে) নিশ্চিতভাবে থাকবে। (ওয়েন) রুনিও।’
খেলা ছাড়ার পর রোসারিও সেন্ট্রাল ও ইন্ডিপেন্ডিয়েন্তে কোচিং করিয়েছেন কার্লোস তেভেজ। তবে বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই তিনি। তেভেজ যাদের কথা বললেন তাদের সিংহভাগকে অবসর সময়ে পাওয়া গেলেও, দুই মহাতারকাকে ম্যাচে পেতে তার বেগ পাবারই কথা। কেননা আমেরিকা ও সৌদি আরবের স্ব স্ব লীগে ব্যস্ত সময় পার করছেন মেসি আর রোনালদো। তবে শেষ পর্যন্ত ফুটবলের দুই জাদুকরকে ফের একইসঙ্গে একই মাঠে দেখা গেলে মেসি-রোনালদো ভক্তদের থেকে একটা বড়সড় ধন্যবাদ তেভেজ পেতেই পারেন।