ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে অন্তর্ভুক্তির অনুমোদনপত্রে সই করলেন বাইডেন

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪১ অপরাহ্ন

mzamin

ন্যাটো জোটে যোগদানের দিকে আরো একধাপ এগিয়ে গেলো ফিনল্যান্ড এবং সুইডেন। এই সংক্রান্ত অনুমোদনপত্রে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অনুমোদনপত্র সই করে বাইডেন জানিয়েছেন, উত্তর ইউরোপীয় দুই দেশের অন্তর্ভুক্তি ন্যাটোকে ‘শক্তিশালী, নির্ভরযোগ্য ও সক্ষম’ করে তুলবে। সুইডেন ও ফিনল্যান্ডের প্রশংসা করে বাইডেন জানিয়েছেন, ''পুতিন ভেবেছিলেন যে, তিনি আমাদের আলাদা করতে পারেন, কিন্তু এই দুটি দেশে “শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, শক্তিশালী সামরিক বাহিনী এবং শক্তিশালী ও স্বচ্ছ অর্থনীতি” রয়েছে যা ন্যাটোকে সমৃদ্ধ করবে।''

গত সপ্তাহে, সিনেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটে ফিনল্যান্ড এবং সুইডেনের প্রবেশের অনুমোদনের জন্য ৯৫-১ ভোট দিয়েছে। মে মাসে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পটভূমিতে উভয় দেশ ন্যাটোতে আবেদন করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে। মস্কো, ন্যাটো জোটে দুই দেশের যোগদানের পরিকল্পনার বিরোধিতা করেছে। ফিনল্যান্ড এবং সুইডেন উভয়ই ইতিমধ্যে ন্যাটো সদস্য হওয়ার জন্য অনেক প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে। যার মধ্যে রয়েছে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা , অর্থনৈতিক স্বচ্ছতা প্রদানের ইচ্ছা এবং ন্যাটো মিশনে সামরিক অবদান রাখার ক্ষমতা।

বাইডেন নথিতে স্বাক্ষর করার আগে বলেছিলেন, ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোর প্রতিটি প্রয়োজনীয়তা পূরণ করবে বলে আমরা আত্মবিশ্বাসী। এই বছরের শুরুর দিকে বাইডেন উভয় দেশের নেতাদের হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছিলেন এবং ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিসটো ও  সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, দুই দেশ ন্যাটোকে আরও শক্তিশালী করবে। তিনি তাদের চুক্তিতে যোগদানের পদক্ষেপকে "গণতন্ত্রের বিজয়" বলে অভিহিত করেছেন। 

বাইডেনের স্বাক্ষরের পরে চেক প্রজাতন্ত্র, গ্রীস, হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্পেন এবং তুরস্কের সরকারগুলিকে এখনও অনুমোদনপত্রে স্বাক্ষর করতে হবে।

বিজ্ঞাপন
বাইডেন বলেছেন, ''আমি বাকি মিত্রদের যত তাড়াতাড়ি সম্ভব অনুমোদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য অনুরোধ করছি, যাতে গোটা প্রক্রিয়াটি সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র ট্রান্সআটলান্টিক জোটে প্রতিশ্রুতিবদ্ধ। '' 

জুন মাসে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছিলেন যে জোটের নেতারা তুরস্কের হোল্ডআউটের উদ্বেগ সমাধান করার পরে ফিনল্যান্ড এবং সুইডেনকে গ্রহণ করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছেন। পূর্বে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছিলেন যে, তিনি কুর্দি সংগঠনগুলির প্রতি তাদের সমর্থন উল্লেখ করে আবেদনগুলি অনুমোদন করবেন না। কারণ এতে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে । মাদ্রিদে একটি ন্যাটো সম্মেলনের সময়, ফিনল্যান্ড, সুইডেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন যে তুরস্ক নতুন ন্যাটো বিডগুলিকে সমর্থন করবে।

সূত্র : সিএনবিসি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status