খেলা
‘স্পিনিং ম্যাজিক’ রিশাদের প্রশংসায় পঞ্চমুখ সবাই
স্পোর্টস ডেস্ক
(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ১:০৯ অপরাহ্ন

পাকিস্তান সুপার লীগের (পিএসল) দশম আসরে নিজেদের প্রথম ম্যাচে সুযোগ পাননি রিশাদ। পরের দুই ম্যাচে একাদশে ঢুকেই করলেন বাজিমাত। মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে ৬৫ রানের জয়ের দিনও ৩ উইকেট নিলেন টাইগার স্পিনার। আর তাতেই বিস্মিত তার দল লাহোর কালান্দার্স। পিএসএলের সর্বোচ উইকেট শিকারির স্বীকৃতি ‘ফজল মাহমুদ ক্যাপ’ মাথায় রিশাদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লাহোর কালান্দার্স লিখেছে, ‘স্পিনিং ম্যাজিক।’
দলের উদ্বোধনী ম্যাচে হেরে যাওয়ার দিন একাদশে জায়গা পাননি রিশাদ। তবে পরের দুই ম্যাচেই হিসেব পাল্টে দিলেন এই তরুণ স্পিনার। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে পিএসএলে অভিষেক ম্যাচে ৩১ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচেও দেখা গেল একই রিশাদকে। এবার রান দিয়েছেন আরও কম, ২৬। আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার যেমন পার্পল ক্যাপ, সর্বোচ্চ রানের জন্য অরেঞ্জ ক্যাপ, ঠিক তেমনি পিএসএলে নামকরণগুলো হয়েছে দেশের কিংবদন্তিদের নামে। রিশাদের মাথায় যেমন ফজল মাহমুদ ক্যাপ, তেমনি সর্বোচ্চ রানের পুরস্কার হিসেবে তারই সতীর্থ ফখর জামানের মাথায় শোভা পেয়েছে ‘হানিফ মোহাম্মদ ক্যাপ’। ডানহাতি স্পিনার রিশাদের সমান ৬ উইকেট নিয়েছেন পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদও। তবে দুই ম্যাচে সমান ৮ ওভার বোলিং করে রিশাদের গড় ৯.৫০ আর ওভারপ্রতি খরচ ৭.১২।
অন্যদিকে আবরারের গড় ১২.৫০ আর ওভারপ্রতি রান দিয়েছেন ৯.৩৭। পাঁচটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, জেসন হোল্ডার ও হাসান আলি। তাই তো বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা ইনচার্জ ম্যাচের পর ফেসবুকে রিশাদের ছবি পোস্ট করে লেখেন, ‘রিশাদের পাকিস্তান জয়..।’ এদিনের জয়ের পর রিশাদের প্রশংসায় পঞ্চমুখ লাহোর অধিনায়ক শাহিন শাহ। চলতি বছরেই বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) দুজন সতীর্থ হিসেবে খেলেছেন ফরচুন বরিশালে। জয়ের পর লাহোর অধিনায়ক বলেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে ভালো খেলে এসেছে, সে তাদের ভবিষ্যৎ তারকা। মাঝের ওভারগুলোয় দারুণ করেছে সে। তাদের মিডল অর্ডারকে দাঁড়াতে দেয়নি।’ ম্যাচ শেষে লাহোরের উইকেটকিপার স্যাম বিলিংসের মুখে শোনা গেল রিশাদের গুণগান।
সংবাদ সম্মেলনে এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘রিশাদের কথা বলতেই হয়। তরুণ একটা ছেলে যেভাবে বোলিং করল! এবারই প্রথম আমি তার বোলিং সরাসরি দেখছি ও একসঙ্গে খেলছি। সে অবিশ্বাস, দুর্দান্ত।’ এদিনের ম্যাচে যদিও বোলিং ফিগারটা আরও দুর্দান্ত হতে পারত ২২ বছর বয়সী রিশাদের। প্রথম ওভারে তিনি কেবল এক রান খরচে উইকেট নেন ২টি। প্রথম দুই ওভারে স্রেফ চার রান খরচে তুলে নেন ৩ উইকেট। রিশাদের পরের দুই ওভারে দু’টি করে ছক্কা ও চার হাঁকান হাসান আলি। তবুও ম্যাচ শেষে ‘সুপারপাওয়ার অব দ্য ডে’ পুরস্কার ওঠে টাইগার ক্রিকেটারের হাতেই। আগামী ২২শে এপ্রিল পরের ম্যাচে লাহোর কালান্দার্স খেলবে মুলতান সুলতানসের বিপক্ষে।