অনলাইন
ট্রাম্পকে হত্যা ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজের বাবা–মাকে হত্যা করেছে মার্কিন কিশোর
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে উইসকনসিনের এক কিশোর তার নিজের বাবা-মাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ফেডারেল কর্তৃপক্ষ একথা জানিয়েছে। ১৭ বছর বয়সী ওই কিশোরের নাম নিকিতা কাসাপ। সিএনএন-এর সহযোগী সংস্থা WISN-এর প্রাপ্ত একটি ফেডারেল হলফনামা অনুসারে,তদন্তকারীদের কাছে পাওয়া লিখিত নথি এবং টেক্সট বার্তায় ১৭ বছর বয়সী নিকিতা কাসাপ প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা এবং মার্কিন সরকারকে উৎখাতের আহ্বান জানিয়েছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, তার বাবা-মাকে হত্যার অভিযোগটি এমন একটি প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে, যার উদ্দেশ্য ছিল তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘আর্থিক সামর্থ্য ও ব্যক্তিস্বাধীনতা’ অর্জন করা। অনলাইন আদালতের রেকর্ড এবং মার্চের শেষের দিকে দায়ের করা ওয়াউকেশা কাউন্টির একটি ফৌজদারি অভিযোগ অনুসারে, উইসকনসিনের কিশোরটির বিরুদ্ধে নয়টি গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে, যার মধ্যে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ এবং দুটি মৃতদেহ লুকানোর অভিযোগ। ফেডারেল তদন্তকারীরা তিনটি অভিযোগের তদন্ত করছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। অভিযোগগুলো হল প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা, ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার। একটি তল্লাশি পরোয়ানার আবেদনের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক এজেন্ট এই হলফনামা লিখেছেন। এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন কাসাপের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছে। কাউন্টির নথি অনুযায়ী, নিকিতা এখনো কোনো রাষ্ট্রীয় অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবি করেনি। ওয়াউকেশা কাউন্টির অভিযোগ অনুযায়ী পুলিশের বিশ্বাস, অভিযুক্তের মা তাতিয়ানা কাসাপ এবং সৎ বাবা ডনাল্ড মেয়ার গত ১১ ফেব্রুয়ারি নিহত হন। ওয়াউকেশা কাউন্টি শেরিফের ডেপুটিরা এর দুই সপ্তাহের বেশি সময় পর ২৮ ফেব্রুয়ারি দুজনকেই গুলির আঘাতে মৃত অবস্থায় উদ্ধার করে। ওই সময় অভিযুক্ত কিশোর বাড়িতে ছিল না। এ ছাড়া ডনাল্ড মেয়ারের এসইউভি গাড়িটি চুরি গেছে বলে জানায় কর্তৃপক্ষ। সেই সন্ধ্যায় ক্যানসাসের ওয়াকিনির পুলিশ বিভাগের কর্মকর্তারা ওই গাড়িটি থামিয়ে অভিযুক্তকে গাড়ির ভিতরে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়। গাড়ির ভিতরে পাওয়া যায় নগদ ১৪ হাজার ডলার এবং ১৪ হাজার ডলারের বেশি মূল্যের গয়না। এ ছাড়াও মেয়ারের কেনা পয়েন্ট ৩৫৭ ম্যাগনাম রিভলভারটিও সেখানে ছিল।
এফবিআই আরও জানিয়েছে, কাসাপের ফোনে একটি ছবি এবং বার্তা ছিল, যাতে ড্রোনকে কীভাবে আক্রমণাত্মক হিসেবে ব্যবহার করা যায়, সে তথ্য ছিল। তারা জানিয়েছে, কাসাপ আক্রমণ করার জন্য ড্রোন এবং বিস্ফোরক কিনতে কিছু টাকা পরিশোধ করেছিল। তদন্তকারীরা আরও জানিয়েছে, তারা মেয়ারের ক্রেডিট এবং ডেবিট কার্ডের সামনের এবং পিছনের ছবি এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ডও পেয়েছিল।কাসাপের এক সহপাঠী শেরিফের কার্যালয়কে জানায়, কাসাপ তাকে মার্চ মাসে বলেছিল যে, সে তার বাবা-মাকে হত্যা করতে চায়। তবে তার কাছে কোনো বন্দুক নেই। অভিযোগে বলা হয়, কাসাপ পরে তার সহপাঠীকে জানিয়েছিল, সে এমন একজনকে বন্ধু বানাবে, যার কাছে বন্দুক আছে এবং সে তা চুরি করবে। আদালতের নথিতে আরও বলা আছে, কাসাপ তার সহপাঠীকে জানিয়েছিল, সে রাশিয়ার এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে এবং তারা মার্কিন সরকারকে উৎখাত ও ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। ওয়াউকেশা কাউন্টির দাবি, গোয়েন্দারা এমন বার্তা পেয়েছেন যেখানে বলা হয়েছে যে কাসাপ যুক্তরাষ্ট্র ছেড়ে ইউক্রেনে যাওয়ার পরিকল্পনা করছিলেন। ওয়াউকেশা কাউন্টি আদালত জানিয়েছে, অভিযুক্তকে ৭ মে সাজা শোনানো হবে।
সূত্র : সিএনএন