ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিবিধ

বাংলাদেশের বাজারে উচ্চ সিসি-র মোটরসাইকেলে ইয়ামাহার নতুন আকর্ষণ এফ জেড ২৫

(৬ দিন আগে) ১২ এপ্রিল ২০২৫, শনিবার, ২:৫৮ অপরাহ্ন

mzamin

জাপানের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা উচ্চ প্রযুক্তি সম্পন্ন মোটরসাইকেল এর জন্য। বিশেষ করে প্রিমিয়াম শ্রেণীতে ক্রেতাদের কাছে ইয়ামাহার চাহিদা সবসময়ই বেশি। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। ক্রমেই বাড়ছে এই ব্র্যান্ডের চাহিদা। বাংলাদেশে ২০১৬ সালে এসিআই মোটরস এর সাথে যাত্রা শুরুর পর থেকে জনপ্রিয় এই মোটরসাইকেল ব্র্যান্ডটির বিক্রি আরো বাড়তে থাকে। এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার।

ইয়ামাহার বিভিন্ন মডেলের বাইকগুলোর মধ্যে এফ জেড সিরিজের মডেলগুলো খুবই জনপ্রিয়। এখন পর্যন্ত এই সিরিজের ৪টিরও বেশি মডেল বাজারে এসেছে, যার সবগুলোই ক্রেতা চাহিদার শীর্ষে অবস্থান করছে। এতদিন ইয়ামাহা বাংলাদেশে শুধু ১৫৫ সি সি পর্যন্ত মোটরসাইকেল বিক্রি করতো। কিন্তু বাংলাদেশে উচ্চ সিসি-এর বাইক অনুমোদনের পর থকে ইয়ামাহা বাংলাদেশ গ্রাহকদের চাহিদা মতো একটি মডেল বাজারে আনতে কাজ শুরু করে। অনেকদিন থেকেই গ্রাহকরা এফ জেড সিরিজের মধ্যে একটি উচ্চ সিসি-র বাইকের জন্য অপেক্ষা করছিল। তারই অংশ হিসেবে ১১ই এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (আই সি সি বি)-তে এসিআই মোটরস এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বহুল প্রতিক্ষিত ইয়ামাহা এফ জেড ২৫ বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দেয়। ২৪৯ সিসি-র উচ্চ ক্ষমতা সম্পন্ন এই মোটরসাইকেলটিতে রয়েছে অয়েল কুলড বি এস সিক্স ইঞ্জিন, ৫-স্পীড গিয়ার, ৭-স্তরের অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন, শার্প ও কমপ্যাক্ট বি আই -ফাংশনাল প্রজেকশন এলইডি হেডল্যাম্প, এল ই ডি টেল লাম্প, ডুয়েল চ্যানেল এ বি এস ব্রেকিং সিস্টেম। সব মিলিয়ে বলা যায় মোটরসাইকেল মডেলটি গ্রাহকদের জন্য বাইকিং এ ভিন্ন মাত্রা যোগ করবে।

৩টি আকর্ষণীয় রঙ-এ মডেলটি পাওয়া যাবে। প্রাথমিকভাবে গ্রাহকরা প্রি-বুকিং এর মাধ্যমে বাইকটি কিনতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল, পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়মা বেগ-এর গান। যা আমন্ত্রিত অতিথিদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরী করে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের শ্রোতারা প্রথমবারের মতো এই জনপ্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপ এর চেয়ারম্যান, ইতারু ওটানি, এসিআই মোটরস এর ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারি, উপ ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস; সহ ইয়ামাহা এবং এসিআই মোটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। (বিজ্ঞপ্তি)
 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status