ঢাকা, ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিবিধ

সাংবাদিক নাদিম হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি এমআরএ'র

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১৬ জুন ২০২৩, শুক্রবার, ১২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন

mzamin

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় মানবজমিনের উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানি নাদিম নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। একইসঙ্গে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার রাতে সংগঠনটির সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ ও সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন এক যৌথ বিবৃতিতে জানান, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক নাদিমের ওপর হামলা ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এমআরএ। নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

বিবৃতিতে জানানো হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন এমনকি হত্যার ঘটনা সম্প্রতি উদ্বেগজনকভাবে বেড়েছে। নিহত সাংবাদিক গোলাম রব্বানির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে এমআরএ।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status