ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বিবিধ

সামিটের দুই কোম্পানির এমডিও সিইও হলেন মো. রিয়াজ উদ্দিন

(৮ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৭:২৭ অপরাহ্ন

mzamin

সামিট গ্রুপের সামিট মেঘনাঘাট-১ পাওয়ার কোম্পানি লিমিটেড (৩৩৭ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র) ও সামিট মেঘনাঘাট-২ পাওয়ার কোম্পানি লিমিটেড (৫৮৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র), দু’টির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. রিয়াজ উদ্দীনকে নিয়োগ দেয়া হয়েছে। সামিট মেঘনাঘাট-১ পাওয়ার কোম্পানিতে সামিটের সঙ্গে যৌথভাবে অংশীদারিত্বে আছে জাপানের জেরা ও তাইয়ো লাইফ ইন্স্যুরেন্স এবং সামিট মেঘনাঘাট-২ পাওয়ার কোম্পানিতে জিই (যুক্তরাষ্ট্র) ও জেরা (জাপান)। 

২০১১ সাল থেকে মো. রিয়াজ উদ্দীন সামিট গ্রুপের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন পদে দায়িত্ব গ্রহণের আগে মো. রিয়াজ উদ্দীন সামিট মেঘনাঘাট-২ পাওয়ার কোম্পানি লিমিটেডের (৫৯০ মেগাওয়াট) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেছেন সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড (৩৩৭ মেগাওয়াট) ও সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি লিমিটেডে (৩৫২ মেগাওয়াট)। বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন, অংশীদারদের সঙ্গে উচ্চপর্যায়ে পর্যালোচনা এবং বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের (ঙ্গ) নেতৃত্বদানের তার প্রায় ৩২ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মো. রিয়াজ উদ্দীন তার দীর্ঘ কর্মজীবনে প্রায় ২,০৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের উন্নয়ন, অর্থায়ন, নির্মাণ ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বাংলাদেশে ১.১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি প্রকল্প অর্থায়নে অবদান রেখেছেন।

১৯৯২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর মো. রিয়াজ উদ্দিন স্বনামধন্য বহুজাতিক সার উৎপাদনকারী প্রতিষ্ঠান, কাফকো-তে তার কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি
 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নির্বাহী পরিষদ/ সভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সাধারণ সম্পাদক এ এম শামীম নির্বাচিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status