ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিবিধ

ড্যাফোডিলে মোবাইল সাংবাদিকতা বুটক্যাম্পে মাঠ পর্যায়ের প্রশিক্ষণ পেলেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ১২:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৩ অপরাহ্ন

mzamin

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো মোবাইল সাংবাদিকতা বিষয়ক বুটক্যাম্প। ১৫ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাভারের আশুলিয়া অবস্থিত বিশ্ববিদ্যালয়ের বনমায়া-২ প্রাঙ্গণে চলে এই বুটক্যাম্প। যেখানে শিক্ষার্থীরা মাঠপর্যায়ে হাতে-কলমে মোবাইল সাংবাদিকতার ব্যবহার ও কৌশল শিখেছে।

বুটক্যাম্পটি তিনটি সেশন বা ধাপে অনুষ্ঠিত হয়, যাতে মোবাইল সাংবাদিকতার নানা দিক যেমন ভিডিও ধারণ, শর্ট পরিকল্পনা, সরঞ্জাম ব্যবহারের নিয়ম এবং বর্তমান মিডিয়া ট্রেন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে শিক্ষার্থীরা শুধু তত্ত্বগত শিক্ষা নয়, বাস্তব অভিজ্ঞতারও মুখোমুখি হয়।

প্রথম সেশনে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক এবং কোর্স শিক্ষক ড. আব্দুল কাবিল খান জামিল মোবাইল দিয়ে কীভাবে ভিডিও রিপোর্টিং করা হয়, তা হাতে-কলমে দেখান। বিভিন্ন ধরনের শর্ট ও ক্যামেরা মুভমেন্ট, অ্যাঙ্গেল এবং প্রয়োজনীয় এক্সেসরিজ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন তিনি।

দ্বিতীয় সেশনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবের সহকারী-পরিচালক এস.এম আব্দুর রাজ্জাক। তিনি নব্বই দশকের মিডিয়া ও প্রযুক্তির বাস্তবতা তুলে ধরেন। শেয়ার করেন নিজের ছাত্রজীবন থেকে কর্মজীবনের অভিজ্ঞতা, এবং কীভাবে মিডিয়া সময়ের সঙ্গে বদলেছে তা ব্যাখ্যা করেন।

বুটক্যাম্পের তৃতীয় ও শেষ সেশনে অংশ নেন সাংবাদিক ও বাংলাদেশ টাইমসের মোজো এডিটর ইন চিফ সাব্বির আহম্মেদ। তিনি প্রায় ৩০ ধরনের আধুনিক মোবাইল জার্নালিজম সরঞ্জাম শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন এবং সরাসরি দেখিয়ে দেন কীভাবে সেগুলো ব্যবহার করা হয়। ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে ব্যবহৃত সরঞ্জাম ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পায়।

সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক এবং অনলাইন এবং মোবাইল সাংবাদিকতা বিষয়ের শিক্ষক  ড. আব্দুল কাবিল খান জামিল বলেন, “মোবাইল সাংবাদিকতা আজ বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একজন মোবাইল সাংবাদিক রিপোর্টিং থেকে শুরু করে ভিডিও এডিটিং পর্যন্ত সবকিছু একাই করতে পারে। তাই তাকে ওয়ানম্যান আর্মি বলা হয়। আমাদের এই আয়োজনের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঠপর্যায়ে দক্ষ করে তোলা, যেন তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।”

এই বুটক্যাম্পটি ছিল সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ৪৯তম ব্যাচের চলমান অনলাইন ও মোবাইল সাংবাদিকতা কোর্সের একটি অংশ। এতে অংশগ্রহণ করেন ব্যাচটির প্রায় ৫০ জন শিক্ষার্থী।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status