বিবিধ
‘স্বপ্ন সেবা ফাউন্ডেশন’ এর ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
(২০ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪২ অপরাহ্ন

স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘স্বপ্ন সেবা ফাউন্ডেশন’ এর তরফে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত হয়েছে। বৃহস্পতিবার এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা হয়। নাটোর সদরের হালসা ইউনিয়নের ফুলসর আব্দুর রহিম সরকার বালিকা বিদ্যালয়ে সংগঠনটির এই কার্যক্রম চলে সকাল ১০ টা হতে বিকেল ৫টা পর্যন্ত। দিনভর প্রায় আড়াই শতাধিক মানুষ এই সেবা নিয়েছেন। এতে চিকিৎসা সেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকগণ। এই কার্যক্রমে সহযোগিতা করেছে জেলার পুপুলার ক্লিনিক,চামেলি ডায়াগনস্টিক সেন্টার ও নাটোর সনোগ্রাফি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইউনাইটেড ব্লাড ব্যাংক । ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অসহায় দরিদ্র ও সকল শ্রেণির মানুষ এই ফ্রি চিকিৎসা সেবা নিয়েছেন। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয় এতে। পাশাপাশি স্বাস্থ্য সচেতন করতে দেয়া হয় পরামর্শ। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মহসীন উল হক বলেন, মূলত গ্রামের মানুষদেরকে স্বাস্থ্য সচেতন করতেই এই কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ করে যারা অসহায় ও দরিদ্র তাদেরকে বিনামূল্যে যতটুকু সম্ভব এমবিবিএস চিকিৎসক দ্বারা চিকিৎসা পরামর্শ দেয়া হয়েছে। সংগঠনটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক । চিকিৎসা সেবার পাশাপাশি নানান সামাজিক কাজ করে থাকি আমরা।
নাজমুল (নির্বাহী পরিচালক), শিরিন সুলতানা (সা: সম্পাদক), আলামিন (সহ. সভাপতি), রোহান (সহ. সভাপতি), শাওন (প্রচার সম্পাদক) হিজবুল্লাহ (সহ. সা. সম্পাদক) সোয়ায়েব (সহ. সাংগঠনিক সম্পাদক) এবং সংগঠনের অন্যান্য সদস্যদের অক্লান্ত পরিশ্রমে দিনব্যাপী এই কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন গ্রামবাসী ও সেবাগ্রহীতারা।