বিবিধ
পোলার আইসক্রীম প্রথমবারের মতো নিয়ে এলো হেজেলনাট ফ্লেভারের 'পোলার কার্নিভাল হেজেলনাট'
(২ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১:১৫ পূর্বাহ্ন

ভোক্তার পছন্দ ও চাহিদাকে অগ্রাধিকার দিয়ে পোলার আইসক্রীম প্রথমবারের মতো নিয়ে এলো হেজেলনাট ফ্লেভারের কোন আইসক্রীম – ‘পোলার কার্নিভাল হেজেলনাট‘। হেজেলনাট ফ্লেভার ও রিপলের মজাদার স্বাদের সঙ্গে চকোলেট কোটেড সিরিয়াল বল এবং ক্রিস্পি চিপসের টপিং-এর অসাধারণ সংমিশ্রণে তৈরি এই আইসক্রীম একটি সম্পূর্ণ ভিন্নমাত্রার স্বাদের অভিজ্ঞতা।
সম্প্রতি কক্সবাজারে এক জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে পোলার হেজেলনাট কোনের লঞ্চিং ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলারের চীফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অফ মার্কেটিং মো. আবদুল্লাহ-আল-মামুন,হেড অফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আইটি জনাব কাজী সাইফুল ইসলাম, হেড অফ সাপ্লাই চেইন অ্যান্ড প্ল্যানিং সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অফ ইন্টারনাল অডিট মোহাম্মদ মনিরুজ্জামানসহ রিজিওনাল ও এরিয়া ম্যানেজার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রতিটি বাইটে প্রিমিয়াম স্বাদের ‘পোলার কার্নিভাল হেজেলনাট‘ আইসক্রীম ভালো করতেই পারে ভোক্তার মন।