ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিবিধ

র‌্যাংগস ই-মার্টে শুরু হলো এসি কার্নিভাল

স্টাফ রিপোর্টার

(৬ দিন আগে) ১২ এপ্রিল ২০২৫, শনিবার, ৬:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩২ অপরাহ্ন

mzamin

 আজ থেকে র‌্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে উদ্বোধন করা হলো এসি কার্নিভাল ক্যাম্পেইন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন, হাইসেন্স দক্ষিণ এশিয়া অফিসের জেনারেল ম্যানেজার জেসন ওয়াং এবং সেলস ডিরেক্টর টেরি লিয়াং। এসময় র‌্যাংগস ই-মার্ট থেকে উপস্থিত ছিলেন ইয়ামিন শরীফ চৌধুরী, ডিভিশনাল ডিরেক্টর মো. রাশেদুল ইসলাম, হেড অব বিজনেস গোলাম আজম খান, হেড অব সেলস তাসকিন হোসেনসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা। 
এসময় ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন বলেন, ‘র‌্যাংগস ই-মার্ট এসি কার্নিভাল আমাদের গ্রাহকদের উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য সরবরাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি সহজলভ্য করার পাশাপাশি, তাদের চাহিদা পূরণে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।’ 
হাইসেন্স দক্ষিণ এশিয়া অফিসের জেনারেল ম্যানেজার জেসন ওয়াং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, র‌্যাংগস ই-মার্টের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। হাইসেন্স এয়ার কন্ডিশনার আমাদের গ্রাহকদের জীবনে আরাম এবং স্বাচ্ছন্দ্য নিয়ে আসে। আমাদের লক্ষ্য হল অত্যাধুনিক প্রযুক্তি এবং পরিবেশ-বান্ধব সল্যুশন তৈরি করা যা আপনার জীবনের মান উন্নত করবে। দক্ষিণ এশিয়ার বাজারে আমাদের অঈ পণ্যগুলোর সাফল্য আমাদের প্রতিশ্রুতিকে প্রমাণ করে এবং আমরা ভবিষ্যতে আরও উদ্ভাবন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছি। 
ক্যাম্পেইনটি সম্পর্কে ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, র‌্যাংগস ই-মার্ট সবসময় গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য এবং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এসি কার্নিভাল ক্যাম্পেইন আমাদের সেই অঙ্গীকারেরই একটি মাইলফলক। যা গ্রাহকদের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। গ্রীষ্মকালকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ, যেন ক্রেতারা তাদের পছন্দের যেকোনো ব্র্যান্ডের এসি সহজেই নিতে পারেন। ক্রেতাদের সুবিধার্থে র‌্যাংগস ই-মার্টের এই কার্নিভালে থাকছে ৬টি ব্র্যান্ড হাইসেন্স, এলজি, প্যানাসনিক, হুন্দাই, দাইকিন এবং তোশিন র‌্যানকন সহ আরও অনেক প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড এর ৪৮হাজার ৫০০ থেকে ১ লক্ষ্য ৪০ হাজার পর্যন্ত মূল্যের ২৩ টিরও বেশি এসি। এই কার্নিভালে আরও থাকছে দুর্দান্ত অফার সহ প্রিমিয়াম ব্র্যান্ডের এসি জিতে নেয়ার সুবর্ণ সুযোগ। ২৪ ঘণ্টার মধ্যে ফ্রি ইন্সটলেশন সুবিধা, নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের এসিতে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এসি ফ্রি ক্লিনিং সার্ভিস, ফ্রি ডেলিভারি এবং ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পেইন গ্রাহকদের জন্য একটি সময়োপযোগী আয়োজন। 
অনলাইন কেনাকাটা ও ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন rangsemart.com.bd/ অথবা ১৬৬০৭ হটলাইন নম্বরে যোগাযোগ করুন।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status