ঢাকা, ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ মহরম ১৪৪৭ হিঃ

বিবিধ

নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা, যে বার্তা দিলেন জুলকারনাইন সায়ের

স্টাফ রিপোর্টার

(৭ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৪:৫৯ অপরাহ্ন

mzamin

নিজের নাম ও পরিচয় ব্যবহার করে সম্প্রতি কতিপয় ব্যক্তি সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের ফোন করে নানা ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণের চেষ্টা এবং হুমকি-ধামকি প্রদান করেছেন বলে জানিয়েছেন সাংবাদিক জুলকারাইন সায়ের। এ নিয়ে সবাইকে সতর্ক থাকতে বার্তা দিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি বলেন, 
‘সম্প্রতি কতিপয় ব্যক্তি আমার নাম ও পরিচয় ব্যবহার করে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের ফোন করে নানা ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণের চেষ্টা করছেন এবং হুমকি-ধামকি প্রদান করেছেন যা আমার গোচরে এসেছে।
আপনাদের সদয় অবগতির জন্যে জানাচ্ছি যে, আমি কেবল একটি সরাসরি মোবাইল নম্বর, দুটো হোয়াটসঅ্যাপ নম্বর ও দুটি সিগন্যাল আইডি ব্যবহার করে থাকি, সরাসরি  ও হোয়াটসঅ্যাপ +৪৪৭৭৯৬১০১২৭৬, কেবল হোয়াটসঅ্যাপ +৪৪৭৪৫৭৪০৪২৩৮. সিগন্যাল: ZSK.01 এবং +৩৬৭০৭৭২৩৮১৯।

তিনি লিখেন, সাধারণ তথ্যের জন্যে যে ইমেইলটি আমি ব্যবহার করি, তা আমার প্রোফাইলে উল্লেখ করা আছে, তারপরেও ওই ইমেইল এবং আমার অফিসিয়াল কাজে ব্যবহৃত ইমেইল আপনাদের জ্ঞাতার্থে কমেন্টে পিন করে দেয়া হয়েছে। উল্লেখ্য যে, আমার ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে আমি আমার পরিবার ও বন্ধুদের ছাড়া বাইরের কারো সাথে যোগাযোগ করি না। 
এছাড়াও আমার এক্স (টুইটার), লিংকডিন, মাকর‌্যাক প্রোফাইল ফেসবুকের এবাউট মি’ সেকশনে উল্লেখ করা আছে। 


উপরে উল্লিখিত নম্বর, কমেন্টে প্রদত্ত ই-মেইল এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্যতিত আমার যোগাযোগের আর অন্য কোনো মাধ্যম নেই। 
এসব মাধ্যম ছাড়া যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে দাবি করে তিনি ‘জুলকারনাইন সায়ের খাঁন সামি’ তাহলে নিশ্চিতভাবেই তারা প্রতারক এবং ভুয়া। আপনাদের আরো জেনে রাখা প্রয়োজন, আমি কখনোই কোনো ব্যক্তি, প্রতিষ্ঠানের কাছে কোনো রকমের অনৈতিক সুবিধা দাবি করবো না, ভয়ভীতি প্রদর্শন করবো না। আমার কোনো ব্যক্তিগত প্রতিনিধি বা সহযোগী নেই। সুতরাং যদি কেউ এমন কিছু দাবি করে, তাহলে অনুগ্রহ করে; তাকে/তাদেরকে আটকে বা শনাক্ত করে নিকটস্থ নিরাপত্তা সংস্থাকে অবহিত করবেন। প্রতারক-শঠ’দের এহেন কার্যকলাপের জন্যে আমি কোনোভাবেই দায়বদ্ধ থাকবো না। ধন্যবাদ।
 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নির্বাহী পরিষদ/ সভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সাধারণ সম্পাদক এ এম শামীম নির্বাচিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status