বিবিধ
র্যাংগস ই-মার্টে শুরু হলো এলজি এসি কার্নিভ্যাল
স্টাফ রিপোর্টার
(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৮ অপরাহ্ন

র্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে শুরু হয়েছে এলজি এসি কার্নিভ্যাল ক্যাম্পেইন। গত রোববার ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন, এলজি বাংলাদেশের হেড অব কনজিউমার ইলেকট্রনিক্স আশিকুল ইসলাম, এলজি ইলেকট্রনিক্স এর ইকো সলিউশন হেড শাহরিয়ার রেজা। এছাড়াও র্যাংগস ই-মার্ট থেকে উপস্থিত ছিলেন ইয়ামিন শরীফ চৌধুরী, ডিভিশনাল ডিরেক্টর ইরাজ এইচ. সিদ্দিকী, সিওও মো. রাশেদুল ইসলাম, হেড অব বিজনেস গোলাম আজম খানসহ বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিরা।
এসি কার্নিভ্যাল সম্পর্কে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন বলেন, ‘র্যাংগস ই-মার্ট এসি কার্নিভ্যাল আমাদের গ্রাহকদের উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য সরবরাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি সহজলভ্য করার পাশাপাশি, তাদের চাহিদা পূরণে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।’
ক্যাম্পেইনটি সম্পর্কে ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, ‘র্যাংগস ই-মার্ট সবসময় গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য এবং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এসি কার্নিভ্যাল ক্যাম্পেইন আমাদের সেই অঙ্গীকারেরই একটি মাইলফলক, যা গ্রাহকদের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সামারকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ, যেন ক্রেতারা তাদের পছন্দের যেকোনো ব্র্যান্ডের এসি সহজেই নিতে পারেন। ক্রেতাদের সুবিধার্থে র্যাংগস ইমার্টের এই কার্নিভালে থাকছে ৬টি ব্র্যান্ড এলজি, হাইসেন্স, প্যানাসনিক, হুন্দাই, দাইকিন এবং তোশিন র্যানকন সহ আরও অনেক প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড এর ৪৮ হাজার ৫০০ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২৩ টিরও বেশি এসি। এই কার্নিভালে আরও থাকছে দুর্দান্ত অফার সহ প্রিমিয়াম ব্র্যান্ডের এসি জিতে নেয়ার সুবর্ণ সুযোগ, ২৪ ঘণ্টার মধ্যে ফ্রি ইন্সটলেশন সুবিধা, নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের এসিতে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এসি ফ্রি ক্লিনিং সার্ভিস, ফ্রি ডেলিভারি এবং ২৪ মাস পর্যন্ত ০% ই এম আই সুবিধা। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পেইন গ্রাহকদের জন্য একটি সময়োপযোগী আয়োজন’।
অনলাইন কেনাকাটা ও ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন rangsemart.com.bd/ অথবা ১৬৬০৭ হটলাইন নম্বরে যোগাযোগ করুন।