বিবিধ
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর সিওও হিসেবে পদোন্নতি পেয়েছেন মালিক মোহাম্মদ সাঈদ
(৩ মাস আগে) ১৯ জুন ২০২৩, সোমবার, ৭:১৩ অপরাহ্ন

সম্প্রতি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে পদোন্নতি পেয়েছেন বর্তমান হেড অফ অপারেশনস মালিক মোহাম্মদ সাঈদ। নতুন এই পদে উন্নীত হওয়ার আগে তিনি একই কোম্পানিতে হেড অব অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এফএমসিজি সেক্টরে ২০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন মালিক মোহাম্মদ সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইবিএ থেকে স্নাতকোত্তর পাস করেন এবং ২০০২ সালে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এ ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন। নতুন এই পদোন্নতির আগে, তিনি হেড অফ অপারেশন্স, হেড অফ মার্কেটিং এবং কোম্পানির আরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় অসামান্য দক্ষতা প্রদর্শন করেছেন।
হেড অফ অপারেশনস হিসাবে থাকাকালীন সময়ে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার বিচক্ষণতা ও দূরদর্শিতা ব্যাপক ভূমিকা পালন করেছে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী বলেন, “মালিক মোহাম্মদ সাঈদ কে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ঘোষনা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি নিশ্চিত যে, তিনি স্কয়ার টয়লেট্রিজকে আরও উচ্চতায় নিয়ে যাবেন।"
মন্তব্য করুন
বিবিধ থেকে আরও পড়ুন
বিবিধ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]