বিবিধ
স্বাধীনতার মাসে এলো 'আমার যত ঋণ' ও 'নাট্য ষষ্ঠী'
অনলাইন ডেস্ক
(২ দিন আগে) ৩০ মার্চ ২০২৫, রবিবার, ৫:১০ অপরাহ্ন

স্বাধীনতার মাস উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হলো কবি ও নাট্যকার স্বপন কুমার বড়ুয়ার দু'টি বই। বলাকা প্রকাশন থেকে প্রকাশিত বই দু'টির একটি রচয়িতার বাছাইকৃত কবিতার সংকলন ‘আমার যত ঋণ’, অন্যটি হলো তার নির্বাচিত ছয়টি নাটকের সংকলন ‘নাট্য ষষ্ঠী’।
‘আমার যত ঋণ’ -এর প্রতিটি কবিতা পাঠককে রোমন্থন করাবে যাপিত অতীত স্মৃতি। যোগাবে বর্তমানের দার্শনিক ভাবনার খোরাক। দেবে ভবিষ্যৎ ছুঁয়ে আসার বাস্তব অনুভূতি।
অন্যদিকে, ‘নাট্য ষষ্ঠী’র প্রতিটি নাটক শিল্পিত ভাষায় পাঠককে দেবে সমাজে যাপিত জীবনের এক একটি সহজ-সরল পাঠ।
বলাকা প্রকাশনের কর্ণধার ও গবেষক জামাল উদ্দিন মানবজমিনকে বলেন, ‘স্বপন কুমার বড়ুয়া বহুমুখী প্রতিভার অধিকারী। কবিতা ছাড়াও তিনি লিখেছেন অসাধারণ সব নাটক ও প্রবন্ধ। আশা করি তার রচিত গ্রন্থ দুটি পাঠক দারুণভাবে উপভোগ করবে।’
সাংবাদিক ও সংস্কৃতিকর্মী জুবায়ের জুয়েল বলেন, ‘নিজের নামের আগে ‘লেখক’ বিশেষণ যোগ করতে অনেকের যাচ্ছেতাই বই প্রকাশের হিড়িক পড়ে ফেব্রুয়ারি মাসে। কিন্তু কবি ও নাট্যকার স্বপন কুমার বড়ুয়া এক্ষেত্রে ব্যতিক্রমীভাবেই সৎ। তিনি লেখালেখি করে আসছেন সেই ষাটের দশক থেকেই। অথচ বই প্রকাশ করছেন এখন এসে, স্বাধীনতার মাসে। বলাই বাহুল্য, প্রকাশিত গ্রন্থ দুটি তার সেরা রচনাগুলো দিয়েই সাজানো।’
চট্টগ্রামের কদম মোবারক মার্কেটের ২য় তলাস্থ বলাকা প্রকাশনের বুকশপে বই দুটি পাওয়া যাচ্ছে। অচিরেই ঢাকাসহ দেশের অন্যান্য জেলায় বই দুটি পাওয়া যাবে।