ঢাকা, ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিবিধ

‘ড্যাফোডিল ইন জার্নালিজম’র আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৩ মার্চ ২০২৫, রবিবার, ৪:৪২ অপরাহ্ন

mzamin

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের নিয়ে ‘ড্যাফোডিল ইন জার্নালিজম’ (ডিআইজে)-এর আত্মপ্রকাশ ঘটেছে। দৈনিক আমাদের সময়ের ফকির জহুরুলকে আহ্বায়ক ও জাগো নিউজের হাসিবুর রহমানকে সদস্য সচিব করে প্রথমবারের মতো ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শনিবার রাজধানীর পান্থপথের একটি রেস্তোরাঁয় সবার সম্মতিক্রমে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম সাকিফ। এ ছাড়া সভায় সিদ্ধান্ত হয় খুব দ্রুত নির্বাচনের মাঝে উপদেষ্টা পরিষদ গঠিত হবে।

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন, মাছরাঙা টিভির মুজাহিদুল ইসলাম সাকিফ, ডিবিসি নিউজের আল্লামা ইকবাল অনিক ও প্রথম আলোর আব্দুর রাজ্জাক সরকার।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক মানবজমিনের পিয়াস সরকার, দ্যা ডেইলি ক্যাম্পাসের শিহাব উদ্দিন, জাগো নিউজের আবদুল্লাহ আল মিরাজ ও এটিএন বাংলার মাজহারুল হক মুহাজির।
কমিটিতে যুগ্ম সদস্য হিসেবে রয়েছেন প্রথম আলোর সাবিনা ইয়াসমিন ও ফ্রিল্যান্স সাংবাদিক রাফিয়া চৌধুরী। এছাড়া সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক জনকণ্ঠের ইসরাফিল ফরাজী।

কমিটিতে কার্যনির্বাহী সদস্যরা হলেন- ডিবিসি নিউজের মামুনুর রশিদ, এটিএন বাংলার আদদীন সজীব, রাইজিং বিডির সাইফুল ইসলাম রিয়াদ, চ্যানেল ২৪ এর শাফায়াত মিদুল, এনটিভির মো. আবির আহমেদ, ঢাকা পোস্টের সাইফুল ইসলাম, এটিএন বাংলার মুশফিকুর রহমান, নিউজ ২৪ এর আফ্রিদা ইফরাত হিমিকা, ঢাকা পোস্টের শারমিন নিশু ও সময় টিভির জিন্নাত আরা জশোয়া।
নতুন গঠিত এ কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সভায় ড্যাফোডিলের সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ করেসপনডেন্ট মাসুদ রায়হান পলাশ, নিউজ ২৪ এর মির্জা রুমনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।
 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status