বিবিধ
মালয়েশিয়ায় লাইসেন্স পেল 'দ্য স্টাডি ডক্টর'
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২১ জুন ২০২৩, বুধবার, ১০:০২ অপরাহ্ন
বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান 'দ্যা স্টাডি ডক্টর' মালয়েশিয়ায় প্রাইভেট লিমিটেড কোম্পানি (এসডিএন বিএইচডি) হিসেবে ব্যবসা পরিচালনার জন্য দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স পেয়েছে।
মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশী তরুণ শিক্ষার্থী বশির ইবনে জাফরের হাত ধরে প্রতিষ্ঠিত কোম্পানিটি বিগত কয়েক বছর যাবৎ বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেবা নিয়ে কাজ করছে। সেবা কার্যক্রম পরিচালনার জন্য কুয়ালালামপুরস্থ টিটিওয়াংসা সেন্ট্রাল এলাকায় রয়েছে তাদের নিজস্ব কার্যালয়। মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের (ইনকরপোরেশন) কোম্পানি পরিচালনা সংস্থা (এসএসএম) থেকে 'টিএসডি এডুকেশন এন্ড ক্যারিয়ার কনসাল্টেশান' নামে গত ২৪ মে লাইসেন্স পায় দ্যা স্টাডি ডক্টর যার লাইসেন্স নাম্বার: 1513404-P।
দ্যা স্টাডি ডক্টরের এই সাফল্যের বিষয়ে প্রতিষ্ঠানটির মিডিয়া ম্যানেজার ফাইয়াজ আলম জানান, দ্যা স্টাডি ডক্টর সূচনালগ্ন থেকেই সেবার গুনগত মান নিয়ে এগুচ্ছে। বিশেষ করে এই প্রতিষ্ঠান থেকে যারা সেবা প্রদান করবে সেসব কর্মী বাছাইয়ে আমরা সবচেয়ে বেশি নজর দিয়েছি। এটিই আমাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছে। তাছাড়া অনলাইন মার্কেটিংয়ের এই যুগে ক্লায়েন্টদের কাছে পোঁছার জন্য অধিকাংশ কোম্পানিই যখন সোশাল মিডিয়া বুস্টিং এবং পেইড প্রোমোশনের উপর বেশি নজর দিচ্ছে তখন আমরা এই স্রোতের বাইরে গিয়ে গ্রাহকদের জন্য সরাসরি সেবা পৌঁছে দেবার কাজটি করে এসেছি। এ লক্ষ্যে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, বিভিন্ন সেবামূলক ইভেন্ট, এবং বিদেশে উচ্চশিক্ষায় করণীয়-বর্জনীয় শীর্ষক সেমিনার সহ অসংখ্য সেবা আমরা বিগত দিনে দিয়ে এসেছি। ফলশ্রুতিতে অন্যান্য কম্পিটিটরদের থেকে গ্রাহক দ্রুত আমাদের সেবা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছে এবং সর্বোচ্চ আস্থার প্রতীক হয়ে উঠেছে এই দ্যা স্টাডি ডক্টর।
প্রতিষ্ঠাতা পরিচালক বশির ইবনে জাফর জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের রেজিস্টার্ড কোম্পানি হওয়ার ফলে এখন বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি প্রতিষ্ঠানগুলো দ্যা স্টাডি ডক্টরের সাথে নির্বিঘ্নে কাজ করতে পারবে। এটি মালয়েশিয়ান রেজিস্টার্ড কোম্পানি হওয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা যেমন আগের তুলনায় অনেক দ্রুত ও নিরাপদ সেবা পেতে যাচ্ছে তেমনই এজেন্সি বা কনসাল্টেন্সি প্রতিষ্ঠানগুলোর জন্য মালয়েশিয়াতে একটি আস্থার প্রতীক হয়ে উঠলো এই দ্যা স্টাডি ডক্টর।