বিবিধ
সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের ইফতার আয়োজন
(১ সপ্তাহ আগে) ২৩ মার্চ ২০২৫, রবিবার, ৭:৫০ অপরাহ্ন

পবিত্র রমজান মাসে সিঙ্গাপুরে বসবাসরত শ্রমিকদের প্রতি সম্মানার্থে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশীসহ প্রায় ২০০ প্রবাসী শ্রমিকদের জন্য ইফতার আয়োজন করে।
২০ মার্চ সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, পিবিএম সিঙ্গাপুরের একটি ডরমিটরিতে প্রবাসী শ্রমিকদের সাথে ইফতার করেন। আরও ২০০ জন প্রবাসী শ্রমিক, যারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তাঁদের জন্য ইফতার পাঠানো হয়।
এ ছাড়াও সামিটের পক্ষ থেকে ১,৪০০ প্রবাসী শ্রমিককে উপহার দেওয়া হয়, আর সাথে শিক্ষার্থীদের হাতে তৈরি শুভেচ্ছা কার্ড এবং কারুশিল্পের পণ্যও দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের দুটি স্কুল, জেন্ড প্রাইমারি স্কুলের বিগ হার্ট কেয়ার সার্ভিসেস এবং জার্মান ইউরোপিয়ান স্কুল সিঙ্গাপুরের (“জিইএসএস”) থেকে প্রায় ৫০ জন শিক্ষার্থী এসব শুভেচ্ছা কার্ড বানিয়েছেন। শিশু শিক্ষার্থীদের পক্ষ থেকে জিইএসএসের শিক্ষকেরা কার্ড ও কারুপণ্য হস্তান্তর করেন। বাংলাদেশের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের এটা ছিল সিঙ্গাপুরে আয়োজিত প্রথম ইফতার অনুষ্ঠান। সামিট গ্রুপ প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে বিভিন্ন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (“সিএসআর”) উদ্যোগের সাথে জড়িত। সুবিধাবঞ্চিত নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী শিশুদের স্কুল পরিচালনা, ইউনিসেফের ঝড়েপড়া শিক্ষার্থীদের পাঠাদানের উদ্যোগে অংশগ্রহণসহ খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি, বিজ্ঞান গবেষণা এবং অনলাইন পাঠদান কার্যক্রমের সঙ্গে সামিট যুক্ত রয়েছে। (বিজ্ঞপ্তি)