বিবিধ
সবাইকে সাথে নিয়ে ইমোর সাথে ঈদের আনন্দ উদযাপন
(৩ সপ্তাহ আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৪:০১ অপরাহ্ন

রেজওয়ান রহমান, কমিউনিকেশনস প্রফেশনাল
ঈদ শুধুমাত্র একটি উৎসবই নয়; পরিবার-পরিজন ও বন্ধুদের সাথে আনন্দ উপযাপনের এক বিশেষ সময়। কিন্তু প্রিয়জনদের থেকে দূরে, প্রবাসে থাকা মানুষদের জন্য এই আনন্দ কখনো কখনো একাকিত্বের ও কষ্টের। পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে যারা বিদেশে রয়েছেন, ঈদের সময় আনন্দ, উষ্ণতা ও উদযাপনের মুহূর্তে সবার থেকে দূরে থাকা কতটা কষ্টকর, তা একমাত্র তারাই জানেন।
মালয়েশিয়ায় প্রবাসী হিসেবে কাজ করা নীরবের ঈদের উদযাপন যেন অনেকটাই নীরব। দেশে থাকতে ঈদের সময় সবার সাথে আনন্দে সময় কাটত তার। এখন প্রবাসে ঈদের নামাজ পড়া, একা একা ঈদ উদযাপন, সবই যেন তার কাছে উচ্ছ্বাসহীন। যদিও, তার গ্রামের বাড়িতে ইন্টারনেট সংযোগ তুলনামূলক দুর্বল, তবুও ইমোর কল্যাণে সে তার পরিবার ও বন্ধুদের সাথে যুক্ত থাকতে পারে—এটাই যেন তার ভরসা। ভিডিও কলে দূরত্ব কমে আসে। ভিডিও কলের মাধ্যমে সে পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে, স্ক্রিনের মধ্য দিয়েই বাড়ির সবার সাথে আনন্দ উদযাপনে শামিল হয়—এভাবেই প্রবাসে থেকেও পরিবারের সাথে ঈদ কাটায় নীরব।
দেশে হাসিবের ঈদ উদযাপনের স্মৃতি আনন্দ ও উদযাপনের। দেশে ঈদের সকাল মানেই ছিল বন্ধু ও কাজিনদের সাথে ঈদের নামাজ ও নাশতা এবং বড়দের কাছ থেকে সালামি পাওয়া। হাসিব এখন সৌদি আরবে একটি ফার্মেসিতে সহকারী হিসেবে কাজ করেন। সাধারণ দিনগুলোর পাশাপাশি একটু বেশি আয়ের আশায় অধিকাংশ সরকারি ছুটির দিনেও কাজ করেন তিনি। উৎসবের সময় পরিবারের থেকে দূরে থাকা তার জন্য বেদনাদায়ক। তবে, প্রিয়জনদের সাথে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত থেকে নিজেকে সান্তনা দেন হাসিব। তার গ্রামের দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে অনেক অ্যাপ ঠিকমতো কাজ করে না, তবে ইমোর স্থিতিশীল কানেক্টিভিটির মাধ্যমে তিনি তার চার বছরের সন্তানের সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারেন। হাজারো মাইল দূরে থাকা সত্ত্বেও ফলে ঈদের আনন্দের অনুভূতি সে ভাগাভাগি করে নিতে পারেন পরিবারের সদস্যদের সাথে।
হাসিবের মতোই সবুজকেও ঈদের দিনে কাজ করতে হয়। একটা সময় ঈদ তার জন্য ছিল চাঁদরাতে মজার সব খাবার তৈরি করা, সকালে বড়দের দোয়া নেওয়া এবং সারা দিন বন্ধু ও আত্মীয়দের বাড়িতে বেড়ানো। এখন তিনি মধ্যপ্রাচ্যের এক রেস্তোরাঁর শেফ—বাড়ির উষ্ণতা তার রেস্তোরাঁর ব্যস্ততার মাঝে যেন হারিয়ে গেছে। প্রতিদিনই তার মা’কে মনে হয়। ভিডিও কলের মাধ্যমে ঠিক আগের মতোই তিনি মায়ের হাসির শব্দ শুনতে পান। দুর্বল নেটওয়ার্কেও এই অ্যাপের মাধ্যমে হাজার মাইলের ব্যবধান দূর করে পরিবারের পাশে থাকে সবুজ।
ভিডিও কলের মাধ্যমে মানুষ দূরে থেকেও একে অপরের কাছে থাকতে পারছে—শুধুমাত্র কানেক্টিভিটই নয়, সেখানে গড়ে উঠছে ভালোবাসা ও আবেগের সেতুবন্ধন।
প্রবাসীদের জন্য ঈদ মানেই ফেলে আসা স্মৃতি আর একাকিত্ব। তবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও, প্রবাসীরা তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছে। এছাড়াও পরিবার ও বন্ধুদের সঙ্গে গ্রুপ কলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারেন প্রবাসীরা। এর মাধ্যমে হয়তো দেশে পরিবারের সাথে থাকার অনুভূতি না হলেও একটি কলের মাধ্যমেই প্রবাসীদের নিয়ে আসে প্রিয়জনদের কাছাকাছি।
(বিজ্ঞপ্তি)