ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

অতিকথন বন্ধ করুন, সরকারকে সাইফুল হক

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪:৫৩ অপরাহ্ন

অন্তর্বতর্কী সরকারের ক্ষমতায় থাকার প্রসঙ্গে উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারকে বলতে চাই, অতিকথন বন্ধ করুন, বাড়িয়ে কথা বলা বন্ধ করুন। মানুষের নাম করে আপনারা যা করছেন তাতে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুলবুঝাবুঝি তৈরি হবে, অবিশ্বাসের জায়গাটা বাড়বে। তাতে আমরা যেটুকু অর্জন করতে পারতাম, সে অর্জন কিন্তু বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী যুব সংহতির উদ্যোগে ‘গাজায় গণহত্যা বন্ধ কর এবং ফিলিস্তিন দখলমুক্ত কর, গণহত্যাকারী নেতানিয়াহু চক্রের বিচার কর’ দাবিতে এক সংহতি মানবন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সাইফুল বলেন, বৃহস্পতিবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঢাকার বাইরে এক সমাবেশে বলেছেন, তার কথা, মানুষ নাকি বলছে, এই সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার দরকার। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি কি সরকারের মনের কথাটাই আপনার মুখ দিয়ে আপনি উচ্চারণ করলেন? আসলে আপনাদের মতলবটা কি? উদ্দেশ্যটা কি? প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বলবো, আপনার উপদেষ্টাকে সর্তক করুন। যারা সর্তক হবেন না প্রয়োজন বোধে তাদেরকে বরখাস্ত করুন। নতুন দায়িত্বশীল ব্যক্তিবর্গকে দায়িত্ব দিন। এসময়ে আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের ব্যবস্থা করার দাবিও জানান তিনি।

তিনি বলেন, আপনার (অন্তর্বতী সরকার) স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলেন জনগণের দোহাই দিয়ে, সরকারের উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন উঠবে। আপনাদের ভিন্ন কোনো এজেন্ডা আছে কিনা, নতুন করে এজেন্ডা আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠবে। সরকারের মনে কথাটা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা উচ্চারণ করে থাকেন, সরকারের উচিত হবে দেশবাসীকে কথাটা পরিষ্কার করে বলা।

ফিলিস্তিনিমুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চলবে জানিয়ে তিনি বলেন, এই লড়াই যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন বাংলাদেশের মানুষ আমরা ফিলিস্তিনের রক্তের দায় পরিশোধ করার জন্য ফিলিস্তিনের পক্ষে আমরা আছি। আমরা অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানাই, অবিলম্বে আগ্রাসন-দখলদারিত্ব বন্ধের আমরা দাবি জানাই। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বিশ্বে যে জনমত গড়ে উঠেছে, সেই জনমতকে বাংলাদেশের ১৮ কোটি তাদের সঙ্গে মিলে আমরা ইসরাইলকে বাধ্য করতে চাই, এদেরকে আমরা আত্মসমপর্ণ করতে চাই।

ভারতের সঙ্গে সকল চুক্তি পর্যালোচনা দরকার মন্তব্য করে সাইফুল হক বলেন, দু’দিন আগে দেখলাম, ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। এভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না। এটা ভারতের কোনো স প্রতিবেশির পরিচয় নয়, এটা বন্ধুত্বের কোনো নমুনা নয়। আমি পরিষ্কার করে বলতে চাই, এভাবে আপনারা কোনো আন্তর্জাতিক চুক্তি একতরফাভাবে বাতিল করতে পারেন না। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমাদের বাগেরহাটের যে রামপাল বিদ্যুৎ প্রকল্প, যেটা ভারতের স্বার্খে নেয়া হয়েছিলো- এরকম অনেকগুলো প্রকল্প এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। ভারতের সঙ্গে স্বাক্ষরিত যাবতীয় দেশবিরোধী, নিরাপত্তা বিরোধী চুক্তিগুলো প্রক্শা করা দরকার, পর্যালোচনা করা দরকার, যেগুলো জাতীয় স্বার্থের পরিপন্থি সেগুলো বাতিল করা দরকার।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status