ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার

(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৮:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৮ অপরাহ্ন

mzamin

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে এ দলের নাম ঘোষণা করেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ।
নতুন এ দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন নিজেই ও সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিম।

শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
রফিকুল আমীন বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, সাম্প্রদায়িকতা প্রতিরোধ, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, অনুন্নত সম্প্রদায় এবং অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি রাখবে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ নানা রকম বঞ্চনা ও বৈষম্যের সাথে লড়ছে। আমরা জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে চাই। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত

Right

Md Emdadul Haque
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২:১৭ অপরাহ্ন

কোম্পানি করে কোটি কোটি টাকা আত্তসাধ, চুরি করেছে। এবার রাজনিতির নামে চুরি ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। একে সত্তর পুলিশে দেয়া উচিৎ, জেলে রাখা উচিৎ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই সব চোর, দাকাতদের দমন করুন।

Muhammad Hussain
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১:৪০ পূর্বাহ্ন

উনি রাঙ্গামাটিতে ভূয়া "ট্রি-প্লানটেশন" দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন।সে গাছগুলো কোথায়,আগে সেগুলো দেখান-তারপর উনার সুললিত বানী জাতি শুনবে।লাখো গ্রাহকের টাকা উনি কবে ফেরত দিবেন,তা সুস্পষ্ট বলতে হবে।বড় প্রতারকরা আরো প্রতারনার নেশায় এখন রাজনীতিতে নেমেছে!!

সৈয়দ নজরুল হুদা
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৮:৫৬ পূর্বাহ্ন

এবার আম / গাছ লাগানো লীগ এর আত্মপ্রকাশ, প্রকাশ্য চাঁদা লীগ / টেম্প লীগ নাম দিলেই মন্দ হতো না?

No name
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫:৫৬ পূর্বাহ্ন

আমি আজ ফকির তার কারণ ডেসটিনি এখনো প্রায় ৭০ হাজার টাকা পাবো এই টাকাটা দিয়ে রাজনীতিতে নাম নইলে গাইবান্ধায় ঢুকতে দেবো না

মোঃ মাহফুজার রহমান ম
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২:১৩ পূর্বাহ্ন

বাটপার শুরুতেই অন্য দলের নাম নিয়ে টানাটানি শুরু করলো, লোকটা যে জগন্য খারাপ তা পার্টির নামের শুরুতেই প্রমান দিলো, ওর ভবিষ্যত আরো অন্ধকার হতে পারে।

Abdul Matin Sikder
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১:০০ পূর্বাহ্ন

কাম সারছে! দেশে গনতন্ত্রের পরিবর্তে এবার এমএলএম বা বাটপারতন্ত্র কায়েম হবে।

ইতরস্য ইতর
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩৫ অপরাহ্ন

ডেসটিনির এই রফিকুল সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে। ডেসটিনির অনেকের বহু বছরের জেল হয়েছে যাদের অধিকাংশই পলাতক। নিজে লুটেরা আবার মানুষের বৈষম্যের কথা বলে পার্টি খুলেছে। এর তো জেগে থাকা উচিত।

রুমেল
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:১৩ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status