ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

ইসরাইলের গণহত্যা বন্ধের দাবিতে ১৭ এপ্রিল ঢাকায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৮:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩৯ অপরাহ্ন

mzamin

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ১৭ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। এদিন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভায় এই কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। এতে সভাপতিত্ব করেন মঞ্চের বর্তমান সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

সভায় গাজা ও রাফাসহ ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস অব্যাহত গণহত্যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করে আবাসন তৈরীর পাঁয়তারাকে বেসামাল আগ্রাসী তৎপরতা হিসাবে আখ্যায়িত করা হয়। এছাড়া অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয় এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন ও সংহতিও ব্যক্ত করা হয়।
সভায় নেতারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক স্থবিরতা ও অকার্যকারীতায় সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে বলে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে। জানমালের নিরাপত্তা নিয়ে জনমনে উৎকন্ঠা বাড়ছে। বলা হয়, রাজনৈতিক দলসমূহের সঙ্গে সরকারের মনস্তাত্ত্বিক দূরত্ব বাড়তে থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে।

সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানি অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী  আবুল হাসান রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহ-সভাপতি কে এম জাবের প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status