ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন

বোঝাতে চাচ্ছি কতটা সিরিয়াস বিএনপি

স্টাফ রিপোর্টার

(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন

mzamin

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা বোঝাতে চাচ্ছি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস বিএনপি। সংবিধান সংস্কারের মধ্যে ১৩১ টা প্রস্তাব আছে, স্পেডশিটে আমরা পেয়েছিলাম মাত্র ৭০টা দফা। দফাওয়ারি আলোচনা চলছে। সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র এবং রাষ্ট্রের মূলনীতি, মৌলিক অধিকারের বিষয়ে দফায় দফা আলোচনা করব। মোটাদাগে সংবিধান সংস্কারের মৌলিক বিষয়ে তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন।’

বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের এলডি হলে শুরু হওয়া বৈঠকের চা বিরতিতে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

আলাপ-আলোচনার মাধ্যমে একটা জায়গায় আসার চেষ্টা করছেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আর যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেগুলো ২৫টির মতো। একমত ও আংশিক একমত হয়েছি। বাকি অধিকাংশ বিষয়ে স্পেডশিটে আমরা একমত হতে পারি নাই। ১৩১দফার মধ্য ব্যাপক, বিস্তারিত আলাপ আছে।’

তিনি বলেন, ‘আমরা বিচার বিভাগ, প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থার ওপরে বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছি। এগুলোর ওপরে আমাদের বিস্তারিত আলোচনা চলছে। আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করেছি। তারপর জুডিশিয়ারি হবে, এরপরে নির্বাচন ব্যবস্থা হবে। আমরা কন্টিনিউ করতে চাই, এরপর আজকে যদি সমাপ্ত করতে না পারি তবে পরেও আলোচনা হবে।’

তিনি আরো বলেন, ‘যাইহোক না কেনো সেটা আন কনস্টিটিউশনাল হবে যতক্ষণ পর্যন্ত সেটা কনস্টিটিউশনে গৃহীত না হচ্ছে। কারণ সেখানে অধ্যাদেশ করার মত ক্ষমতা জুডিশিয়ারিকে দেয়া হয় নাই। সবকিছু বিধিমাফিক হওয়া উচিত।’

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status