ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমীর

আমরা চাই আগামী রমজানের আগেই যাতে নির্বাচন হয়ে যায়

স্টাফ রিপোর্টার

(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৪:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

আমরা চাই আগামী রমজানের আগেই যাতে নির্বাচন হয়ে যায়। আমরা সবসময় নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। আওয়ামী লীগের বিচার চাই, কিন্তু সেটা হতে হবে ফেয়ার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জামায়াতে ইসলামী। রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।

জামায়াতের আমীর আরও বলেন, ‘তারা রাজনৈতিক দল হিসেবে আমাদের সঙ্গে বৈঠক করেছে। আগামী নির্বাচন কবে হবে তা জানতে চেয়েছে। আমরা যদি আগামীতে দায়িত্ব পাই, সেক্ষেত্রে আমাদের ইকোনোমিক পলিসি, ফরেন পলসি কেমন হবে তা জানতে চেয়েছে। এছাড়া আঞ্চলিক বিষয়েও জানতে চেয়েছে। আমরা খোলামেলা আলোচনা করেছি। আমরা তাদের অনুরোধ করেছি, আমাদের দেশ একটা ক্রিটিক্যাল মোমেন্টে আছে। যাতে ট্যাক্স নিয়ে বিবেচনা করা হয়।’

পাঠকের মতামত

সংস্কার বিলম্বিত হওয়ায় নির্বাচন বিলম্ব করা যায়না,তবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার বিষয়ক নীতিমালা সকলকেই স্বাক্ষর দিতে হবে, যেন কেউ ক্ষমতাসীন হয়ে তস থেকে পিছিয়ে না যায়!

সৈয়দ নজরুল হুদা
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৯:০৮ পূর্বাহ্ন

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে তিনটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ওই শর্তগুলো হলো—সংস্কার, ফ্যাসিস্টদের বিচার এবং সঠিক নির্বাচন পদ্ধতি। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য ফেব্রুয়ারি ২০২৬-এর সময়সীমা কঠিন নয়। এই সময়ের আগে বা পরে নির্বাচন হতে পারে, যদি শর্তগুলো পূরণ হয়।’

Farid
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:২৯ অপরাহ্ন

বিএনপির সাথে জামায়াতের নির্বাচন চাওয়া মাত্র এক-দুই মাসের ব্যবধান।এখন সকল দলের উচিত মাঠ গোছানোতে নিজেদের ব্যস্ত রাখা।

সৈয়দ নজরুল হুদা
১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ১০:১১ অপরাহ্ন

লন্ডনে বেগম জিয়ার সাথে বৈঠকের ফলে জামায়াতে ইসলামীর আমির রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন চায়।হায়রে দুনিয়া.....

মোঃ মাকছুদুর রহমান
১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৯:৫৬ অপরাহ্ন

আগামীতে রমজান হবে ফেব্রুয়ারিতে। বিএনপি চাইছে নির্বাচন ডিসেম্বরে হোক। হিসাবে জামাতের চাওয়া পড়ছে জানুয়ারিতে। অথচ এরাই অ্যাদ্দিন বলে আসছিল সংস্কার আগে নির্বাচন পরে। সংস্কার প্রসঙ্গে সময় যত লাগুক তা তারা ড. ইউনূস সরকারকে দিতে ইচ্ছুক। এ রকম কত কী! অথচ এখন ভূতের মুখে রাম নাম! তলে তলে সবার চাওয়াই এক অথচ এখন তো দেখছি শুধু শুধুই অ্যাদ্দিন বিএনপিকে গালাগালি করে আসছিলাম আমরা!

মাহবুবুর রহমান শিশির
১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৮:১৬ অপরাহ্ন

১৭ ফেব্রুয়ারি আগামী রমজান মাস শুরু , মানে ১০ ফেব্রুয়ারি তে নির্বাচন হতে পারে। খুব একটা দূরত্ব নেই যা বিএনপি বলেছে। আমার মনে হয় সরকারের এখন থেকে কাজ শুরু করা উচিত।

Obak
১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৪:৫৭ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status