ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

গাজায় গণহত্যার প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছাত্রশিবিরের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
১১ এপ্রিল ২০২৫, শুক্রবার

গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন, মানবাধিকার লঙ্ঘন ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামের স্বাক্ষরিত স্মারকলিপিটি পররাষ্ট্র উপদেষ্টার প্রতিনিধির হাতে হস্তান্তর করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, গবেষণা সম্পাদক গোলাম যাকারিয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা মহানগর উত্তর ও পশ্চিম শাখার সভাপতিবৃন্দ। স্মারকলিপিতে ‘গাজায় ইসরাইলি আগ্রাসনকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা চালানো, পাসপোর্টে ‘ঊীপবঢ়ঃ ওংৎধবষ’ পুনর্বহাল, ইসরাইলি পণ্য বর্জন, ইসরাইলের সঙ্গে কোনো গোপন বৈদেশিক চুক্তি থাকলে তা প্রকাশ, গাজার জন্য মানবিক সহায়তা ও আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারসহ গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। উল্লিখিত দাবির ভিত্তিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status