দেশ বিদেশ
চীনের ঐতিহ্যবাহী ১৩৭তম ক্যান্টন ফেয়ারে ওয়ালটন
অর্থনৈতিক রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
এপ্রিলের ১৫ তারিখ থেকে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো ‘চায়না আমদানি ও রপ্তানি মেলা’ বা ক্যান্টন ফেয়ারের ১৩৭তম আসর। চীনের ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ এই মেগা ট্রেড শো’র বিগত কয়েকটি আসরে ব্যাপক সাফল্য অর্জনের ধারাবাহিকতায় এবারের আসরেও অংশ নিয়েছে বাংলাদেশের টেক জায়ান্ট গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। ক্যান্টন ফেয়ারের এবারের আসরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওটি বেজড বিশ্বের সর্বাধুনিক স্মার্ট ফিচার সমৃদ্ধ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করছে ওয়ালটন।
ওয়ালটন সূত্রমতে, ক্যান্টন ফেয়ারের আন্তর্জাতিক অঙ্গনের ২.১ নাম্বার হলে স্থাপন করা হয়েছে ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন। যেখানে প্রদর্শন করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ইন্টারনেট অব থিঙ্কস (আইওটি) এর মতো সর্বাধুনিক ও উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েব ওভেন, ব্লেন্ডারসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী। এ ছাড়াও বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির লো নয়েজ ফিচার সমৃদ্ধ ফ্রিজ কম্প্রেসারও প্রদর্শন করছে ওয়ালটন। মেলার উদ্বোধনী দিনে ওয়ালটন প্যাভিলিয়নের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট এবং ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের প্রধান সমন্বয়ক আব্দুর রউফ জানান, ক্যান্টন ফেয়ার- বিশ্বের অন্যতম এক মেগা ট্রেড শো। এখানে একই ছাদের নিচে বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডগুলোর লেটেস্ট প্রযুক্তির পণ্য সম্পর্কে ধারণা পাওয়া যায় বিধায় প্রতি বছরই চীনসহ বিশ্বের সব প্রান্ত থেকে কয়েক লাখ ব্যবসায়ী ক্যান্টন ফেয়ারে আসেন। বিশ্বের বিভিন্ন দেশের আমদানিকারক, ব্যবসায়ী ও উৎপাদকদের মধ্যে সেতুবন্ধন তৈরির বড় প্ল্যাটফরম হচ্ছে ক্যান্টন ফেয়ার। এরই প্রেক্ষিতে বিগত কয়েক বছর ধরে এই ট্রেড শো’তে নিয়মিত অংশ নিয়ে আসছে ওয়ালটন। পূর্বের ন্যায় এই আসরেও বিশ্বের নতুন নতুন দেশগুলোতে বাজার সম্প্রসারণে ব্যবসায়িক অংশীদার তৈরিতে সক্ষম হবে ওয়ালটন।
উল্লেখ্য, চীনের গুয়াংজুতে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৬৮ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ক্যান্টন ফেয়ার। এপ্রিলের ১৫ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে ১৩৭তম ক্যান্টন ফেয়ারের প্রথম ধাপ।