দেশ বিদেশ
আওয়ামী লীগ নেতা মুরাদ চারদিনের রিমান্ডে
স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৫, শনিবারসন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুর রহমানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ডের এ আদেশ দেন। পল্টন মডেল থানার প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রোকনুজ্জামান রিমান্ডের এ তথ্য নিশ্চিত করেন। গত ১৭ই এপ্রিল সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। গত ৬ই এপ্রিল সকালে তিনি রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নেতৃত্বে ছিলেন। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর আজিজুল হক সুমন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আসামিদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৬ই এপ্রিল সকাল ৭টার দিকে পল্টন মডেল থানাধীন জাতীয় স্টেডিয়ামের বিপরীত পাশে শহীদ আবরার হোসেন অ্যাভিনিউ পূর্ব পাশে রাস্তায় আসামিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং তাদের সহযোগী অঙ্গসংগঠন নিয়ে ঝটিকা মিছিল করে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা এবং ক্ষতিসাধনের চেষ্টা করেন। ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করতে তারা সমবেত হন। সরকারবিরোধী স্লোগান দিয়ে সমাবেশের চেষ্টা করছিলেন আসামিরা। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। এ ঘটনায় ওইদিনই পল্টন মডেল থানায় মামলা করে পুলিশ।