দেশ বিদেশ
সিলেটে পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষা সামগ্রী নিয়ে গবেষণা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৯ এপ্রিল ২০২৫, শনিবারপরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে তাদের জন্য উপযোগী ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী নিয়ে এক বছরব্যাপী গবেষণা শেষে কর্মশালা অনুষ্ঠিত হলো সিলেটে। সিলেট সিটি করপোরেশনের সহায়তায় এবং এস. এন. ভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অর্থায়নে এই গবেষণা চালায় ঢাকাভিত্তিক প্রতিষ্ঠান কনসিলিয়ারি প্রাইভেট লিমিটেড। সিলেট সিটি করপোরেশনের হলরুমে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, এস. এন. ভি’র সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর মোসা. রহিমা বেগম, বিজনেস এডভাইজর রাজিয়া সুলতানা ও ইঞ্জিনিয়ারিং এডভাইজর সুমন আলী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কনসিলিয়ারির প্রতিনিধি কামরুল হাসান ও শাবনুর রহমান দোলা। উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার প্রধান পরিদর্শক মো. ফারুক আহমদ, তত্ত্বাবধায়ক আদায়কারী নাজিম বখতসহ কর্মকর্তা-কর্মচারীরা। উল্লেখ্য, গত এক বছর ধরে সিলেট, গাজীপুর ও যশোরের ৪৫ জন বর্জ্য সংগ্রহকারী কর্মীকে নিয়ে গবেষণাটি পরিচালিত হয়। গবেষণার পরিপ্রেক্ষিতে পরিচ্ছন্নতা কাজে কর্মরতদের কাজের প্রকৃতি, প্রয়োজন এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এবং মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে সুরক্ষা সামগ্রীর একটি চূড়ান্ত ডিজাইন তৈরি করা হয়েছে। আধুনিক ‘হিউম্যান সেন্টার্ড ডিজাইন’ ও আন্তর্জাতিক মান সংস্থা আই.এস.ও ৯২৪১-২১০ অনুসরণ করে দুই ধাপে এসব সামগ্রী ডিজাইন করা হয়। অনুষ্ঠানের শেষে নতুন ডিজাইনের সুরক্ষা সামগ্রীর চূড়ান্ত রূপ উন্মোচন করা হয়। এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কঠিন ও তরল বর্জ্য অপসারণের কাজ করেন পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের জন্য মানসম্মত সুরক্ষা সামগ্রী থাকা প্রয়োজন; এই উপলব্ধি থেকেই গবেষণার উদ্যোগ। এতে সহায়তা করেছে সিলেট সিটি করপোরেশন। আশা করা হচ্ছে, এই উদ্যোগ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।