দেশ বিদেশ
বিএনপিকে পাশ কাটাতেই সরকার নির্বাচন বিলম্ব করছে
স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
বিএনপিকে পাশ কাটাতেই অন্তর্বর্তী সরকার নির্বাচন বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ গুম হওয়া নেতা-কর্মৗদের অবিলম্বে সন্ধানের দাবিতে এক যুব সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারের কাজ-কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা (সরকার) কি চায়, সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে- সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে কি করবেন, কি করবেন না, এটা বড় কথা না। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটা রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সালে হবে বলুন। আপনারা একবার ডিসেম্বরে, একবার জুন মাসে- এসব ফাইজলামি বাদ দেন। এগুলোর জন্য আমরা তৈরি না। হুঁশিয়ারি উচ্চারণ করে দুদু বলেন, আপনাকে আগেও বলেছি, হাসিনাকে (শেখ হাসিনা) যখন তাড়াতে পেরেছি, অন্য ফ্যাসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ‘ওয়ান-টু’র ব্যাপার। সেটি মাথায় রেখে কার্যক্রম নেবেন। আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছি, ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চায়- এটাই বিএনপি’র স্ট্যান্ড এখনো পর্যন্ত। শামসুজ্জামান দুদু বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ গুম হওয়া, কত মর্মান্তিক। ওদের রুহের মাগফিরাত কামনা করতে পারছি না, যেহেতু আমরা জানি না ইলিয়াস আলী, চৌধুরী আলম মারা গেছেন, না এখনো জীবিত আছেন। তাদের পরিবার আল্লাহ্র কাছে কী প্রার্থনা করবে, তার উত্তরাধিকাররা কী দাবি করবে? এই অচলাবস্থা যারা সৃষ্টি করেছে, সারা বাংলাদেশের মানুষ জানে শেখ হাসিনা তাকে (ইলিয়াস আলীকে) শুধু গুম করে নাই, তাকে অপহরণ করে নাই, তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন। আমি এই সভায় দাবি জানাচ্ছি যে, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ হাজার হাজার যেসব জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ যাদের আমরা এখনো সন্ধান পাই নাই। এই অপরাধের জন্য হাসিনার আমি ফাঁসি দাবি করছি। গুম-খুনের বিচারের উদ্যোগ নিন। আয়োজক সংগঠনের আহ্বায়ক কামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।