ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

এক বছরে ৪৫ কোটি ডলারের খেজুর রপ্তানি করেছে সৌদি আরব

মানবজমিন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

সৌদি আরব থেকে উল্লেখযোগ্য হারে খেজুর রপ্তানি বৃদ্ধি পেয়েছে। আগের বছরের তুলনায় ২০২৪ সালে ১৫ দশমিক ৯ শতাংশ রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ওই এক বছরে তারা রপ্তানি করেছে ৪৫ কোটি ১৭ লাখ ডলারের খেজুর। ওই বছরে  সেখানে ১৯ লাখ টনের বেশি খেজুর উৎপাদন হয়।  এর মাধ্যমে বিশ্বব্যাপী খেজুর শিল্পে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।  সৌদি আরবে ৩ কোটি ৩০ লাখের বেশি খেজুর গাছ আছে। যা বিশ্বের মোট খেজুর গাছের ২৭ শতাংশ। ২০২৩ সালে বিশ্বব্যাপী ১২ কোটি ডলারের খেজুর রপ্তানি হয়েছে। এসপিএ’র বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে সৌদি আরবের খেজুর যথেষ্ট সুনাম কুড়িয়েছে। বর্তমানে ১৩৩টি দেশের গ্রাহকদের কাছে সৌদি আরবের খেজুর পৌঁছায়। এসপিএ’র বিবৃতিতে অর্থনীতিকে শক্তিশালী করতে ও রাজস্ব খাতকে আরও শক্তিশালী করতে খেজুর ও খেজুর খাতের গুরুত্বকে তুলে ধরা হয়। ২০১৬ সালে ভিশন-২০৩০ চালুর পর থেকে দেশটির খেজুর শিল্পে লক্ষণীয় পরিবর্তন এসেছে। ভিশন-২০৩০ হলো সৌদি আরবের তেলবহির্ভূত অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে একটি কৌশলগত উদ্যোগ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আট বছরে সৌদি আরবের খেজুর রপ্তানির মূল্য ১৯২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে বিশ্বে খেজুর বাজারে দৃঢ় অবস্থানের জানান দিচ্ছে দেশটি। এ ছাড়া বৈশ্বিক খাদ্য নিরাপত্তাতেও দেশটির ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কেও জানা যায়। খেজুর খাতে সৌদি আরবের সাফল্যের পেছনে দেশটির নেতৃত্বের অটুট সমর্থন আছে। তারা খেজুর শিল্পকে সৌদি ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তি  হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাদের ওই সমর্থনের প্রশংসা করেছেন খেজুর উৎপাদনকারী, রপ্তানিকারক ও এর সঙ্গে জড়িত সরকারি সংস্থাগুলো।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status