দেশ বিদেশ
চমেক হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া জলদস্যু সর্দার গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৯ এপ্রিল ২০২৫, শনিবারচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া জলদস্যু সর্দার রফিক উল্লাহকে অভিযান চালিয়ে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাইন্যাখালী ২ নম্বর ওয়ার্ডের আসাদ ফকিরের বাড়ি থেকে তাকে নগরের পাঁচলাইশ থানা পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান। এর আগে ১৬ই এপ্রিল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ও ট্রমাটোলজি বিভাগ থেকে পুলিশের ২ কনস্টেবলকে চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। ওইদিন তাকে ছাড়পত্র দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। গ্রেপ্তার রফিক উল্লাহ (৩৪) কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়া নোনাবাড়ি এলাকার মফিজুর রহমান মজু বলির ছেলে। তার বিরুদ্ধে মহেশখালী থানায় ১৩টি মামলা পাওয়া গেছে। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, মহেশখালীর একটি অস্ত্র মামলায় জলদস্যু রফিক উল্লাহ গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিল। অসুস্থতার কারণে তিনি গত ২৩শে মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত চমেক হাসপাতালের অর্থোপেডিকস অর্থো-সার্জারি ব্লকে চিকিৎসাধীন ছিলেন। ১৬ই এপ্রিল দুপুরে হাসপাতালের অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজি বিভাগ তাকে ছাড়পত্র দেয়। এ সময় তিনি সিএমপি’র কনস্টেবল মো. আব্দুল ও মো. মামুনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়। তিনি বলেন, ওই ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা হলে পাঁচলাইশ থানার একটি টিম কক্সবাজার জেলার পেকুয়ায় অভিযান পরিচালনা করে আসামি রফিক উল্লাহকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে।