দেশ বিদেশ
৯ মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৩৬ শতাংশ, বেহাল স্বাস্থ্য খাত
স্টাফ রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবারচলতি অর্থবছরের প্রথম নয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩৬ দশমিক ৬৫ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪২ দশমিক ৩০ শতাংশ। এদিকে এই সময়ে মাত্র ১৬ শতাংশ বাস্তবায়ন করতে পেরেছে স্বাস্থ্য খাত, যার মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ ১৪ দশমিক ৪১ শতাংশ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বাস্তবায়ন করেছে মাত্র ২ দশমিক ২৯ শতাংশ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইএমইডি’র তথ্য বলছে, মার্চে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে খরচ হয় ১৫ হাজার ৩৩৭ কোটি ৬৭ লাখ টাকা, যা মোট এডিপি’র ৬ দশমিক ৭৮ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের মার্চে এর হার ছিল ৮ দশমিক ৬৫ শতাংশ, খরচ হয় ২২ হাজার ৯ কোটি ৮৬ লাখ টাকা। খরচ ও হারের উভয় বিবেচনায়ই চলতি অর্থবছরের মার্চে এডিপি বাস্তবায়ন কম হয়েছে।
এদিকে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি ৮ লাখ টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ লাখ ৭ হাজার ৬১২ কোটি ৪৫ লাখ টাকা। ওদিকে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে কোনো টাকায় ব্যয় করতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেহাল দশা স্বাস্থ্য খাতেরও। প্রথম নয় মাসে মাত্র ১৬ শতাংশ বাস্তবায়ন করতে পেরেছে স্বাস্থ্যের দুই বিভাগ। এ ছাড়া কম বাস্তবায়ন করা মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে রয়েছে, ভূমি মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়।
অন্যদিকে এই সময়ে সবচেয়ে বেশি এডিপি বাস্তবায়ন করতে পেরেছে সংসদ বিষয়ক সচিবালয়। সংস্থাটি নয় মাসে ৯১ শতাংশ অর্থ ব্যয় করতে পেরেছে। এ ছাড়া বেশি এডিপি বাস্তবায়ন করা অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো- জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও কৃষি মন্ত্রণালয়।