দেশ বিদেশ
বৃহস্পতিবার এসএসসি’র ফল
স্টাফ রিপোর্টার
৮ জুলাই ২০২৫, মঙ্গলবারচলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ই জুলাই প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ড এই তথ্য জানায়। সোমবার ঢাকা শিক্ষা বোর্ড জানায়, ১০ই জুলাই এই ফলাফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। দ্বিমত না থাকায় বলা যায়, এদিনই ফলাফল প্রকাশিত হবে।
গত ১০ই এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ই মে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২শে মে’র মধ্যে অনুষ্ঠিত হয়। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সে হিসাবে চলতি মাসের ১২ তারিখের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার কথা। চলতি বছর সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে অংশ নেয় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন, কারিগরি বোর্ডের অধীন পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।