দেশ বিদেশ
তিন বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি
স্টাফ রিপোর্টার
৮ জুলাই ২০২৫, মঙ্গলবারবিদায়ী অর্থবছরের শেষ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিবিএসের পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, ২০২২ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। পরের মাসে মূল্যস্ফীতি ঠেকে ৯ দশমিক ৫২ শতাংশে। এরপর টানা পাঁচ মাস কমে ২০২৩ সালের জানুয়ারিতে গিয়ে দাঁড়ায় ৮ দশমিক ৫৭ শতাংশে। এরপর মূল্যস্ফীতি প্রায় প্রতি মাসেই বাড়তে থাকে এবং ২০২৪ সালের জুলাইয়ে ঠেকে ১১ দশমিক ৬৬ শতাংশে। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পরের কয়েক মাস সাধারণ মূল্যস্ফীতি ৯ ও ১০ শতাংশের মধ্যেই ওঠানামা করছিল। তবে, সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবেই মূল্যস্ফীতি কমেছে।
বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসের সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে খাদ্যে মূল্যস্ফীতিও কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশে, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ঠেকেছে ৯ দশমিক ৩৭ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে শহর ও গ্রামে খাদ্য কেনায় খরচ বেশ কমেছে।
এ খাতে শহরে জুন মাসে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৯৯ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি জুনে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৪ শতাংশে, যা মে মাসে ছিল ৮ দশমিক ৩০ শতাংশ। এ ছাড়া, গ্রামে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ৭৫ শতাংশ থেকে সামান্য কমে জুনে ৯ দশমিক ৭২ শতাংশে দাঁড়িয়েছে। শহরে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ৬৩ শতাংশ থেকে কমে জুনে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৩ শতাংশে।