দেশ বিদেশ
সাবেক এমপি বেনজীরের বিরুদ্ধে দুদকের মামলা
স্টাফ রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার ১৯ কোটি টাকার অবৈধ সম্পদের পাশাপাশি প্রায় শতকোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ায় ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ ও তার স্ত্রী সাহিনা আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান- মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
তিনি বলেন, বেনজীর আহমদের নামে মোট ১৮ কোটি ১৮ লাখ ২০ হাজার ৩১ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। পারিবারিক ও অন্যান্য খরচ বাদে তার বৈধ উৎস থেকে অর্জিত অর্থ পাওয়া যায় ১৮ লাখ ৬৭ হাজার ৭০ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকা। তার স্বার্থ সংশ্লিষ্ট ১১টি ব্যাংক জমা ও উত্তোলনসহ মোট ৮৪ কোটিরও বেশি টাকার হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানে প্রমাণ হয়েছে।
ফলে অনুসন্ধান টিমের সুপারিশে বেনজীর আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ সনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) এবং ৪(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, সাহিনা আহমদের ১ কোটি ২৩ লাখ ২১ হাজার ৫৫২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তার বৈধ উৎস হতে অর্জিত অর্থ পাওয়া যায় ২৫ লাখ ৭৪ হাজার ১৬৭ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ পাওয়া যায় ৯৭ লাখ ৪৭ হাজার ৩৮৫ টাকা। সাহিনা আহমদ তার স্বামী বেনজীর আহমদের সহায়তায় অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অসাধু উপায়ে অর্জিত এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এ সম্পদ অর্জনপূর্বক ভোগ-দখলে রেখেছেন, তা অনুসন্ধানে প্রমাণ হয়েছে। ফলে অনুসন্ধান টিমের সুপারিশে এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা দায়ের করে।