ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

যে কারণে সিলেটে ফল বিপর্যয়

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১১ জুলাই ২০২৫, শুক্রবার
mzamin

সিলেটে শিক্ষার হারে বাধা ইংরেজি ও গণিতের ভয়। এই দুই বিষয় নিয়ে চিন্তিত থাকেন শিক্ষক ও অভিভাবকরা। এবারের এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ এ দু’টি বিষয়। যারা অকৃতকার্য হয়েছে, তারা এই দুই বিষয়ে ফেল করেছে। এ কারণে এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ নিয়ে চিন্তিত শিক্ষক ও অভিভাবকরা। গতকাল ফলাফল ঘোষণার সময় এ কথাটি স্বীকার করেছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। সাংবাদিকদের জানিয়েছেন, গণিত বিষয়ে এবার ১৬ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। ইংরেজিতেও ১০-১২ শতাংশ শিক্ষার্থী ফেল করায় পাসের হার কমেছে। তবে, সার্বিক ফলাফল ভালো হয়েছে। কারণ এবার সারা দেশেই গড় পাসের হার কম। ফলাফলে আমরা সন্তুষ্ট। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস না করতে পারায় সারা দেশেই ফলাফলে প্রভাব পড়েছে। এ ছাড়া, মানবিকে বেশি শিক্ষার্থী ফেল করেছে। দুর্গম হাওরাঞ্চল ও গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণিত ও ইংরেজি বিষয়ে মানসম্পন্ন শিক্ষক না থাকায়ও সার্বিক ফলাফলে প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন তিনি। এবারের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ। যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৭৮ শতাংশ কম। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন। যা গত বছরের তুলনায় ১ হাজার ৮৫৭টি কম। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলা থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ২১৯ শিক্ষার্থী। পাস করেছে ৭০ হাজার ৯১ জন। সিলেট জেলায় পাসের হার ৭৩ দশমিক ৫০ শতাংশ। সুনামগঞ্জে  ৬৮ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া, হবিগঞ্জে ৬৫ দশমিক ১৪ ও মৌলভীবাজারে পাসের হার ৬২ দশমিক ১৫ শতাংশ। গত বছরের মতো এবারো ফলাফলে আধিপত্য ধরে রেখেছে ছেলেরা। মেয়েদের চেয়ে ছেলেরা ভালো করেছে। ৪১ হাজার ৮০৪ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৬৮৪ জন। ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৬২ শতাংশ। অন্যদিকে, ৬০ হাজার ৪১৫ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪১ হাজার ৪০৭ জন।  মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ। সিলেট বোর্ডে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো ফল করেছে। এ বিভাগে পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৬ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪১১টি। ১০৯টি জিপিএ-৫ পেয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। এবারের পরীক্ষায় অংশ নেয়া ৯৬৫টি স্কুলের মধ্যে সাতটি স্কুল শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬১৪ জন। এ ছাড়া, ‘এ’ গ্রেডে ১৩ হাজার ৪৬১ জন, ‘এ মাইনাস’ গ্রেডে ১৪ হাজার ৯৬৪ জন, ‘বি’ গ্রেডে ১৮ হাজার ৭৪৪ জন, ‘সি’ গ্রেডে ১৮ হাজার ৪৮৪ জন ও ‘ডি’ গ্রেডে ৮২৪  জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

 

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status