ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

২০ কোটি টাকা আত্মসাৎ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
mzamin

২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ২৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গপূর্বক ২০ কোটি টাকা ঋণ গ্রহণ করে ইম্পেরিয়াল ট্রেডিং, ক্ল্যাসিক ট্রেডিং ও মডেল ট্রেডিং নামক নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরপূর্বক ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে গৃহীত আরামিট সিমেন্ট লিমিটেডের ২০ কোটি টাকার দায় শোধ করে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ এর ৪ (২), (৩) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করায় তাদের নামে মামলা করেছে দুদক। মামলার আসামিরা হলেন, সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী বুকমীলা জামান, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক মো. শাহ আলম, ইউসিবি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক রোকসানা জামান চৌধুরী, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদ, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক তৌহিদ সিপার রফিকুজ্জামান, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এমএ সবুর, সাবেক পরিচালক হাজী আবু কালাম, সাবেক পরিচালক ইউনুছ আহমদ, সাবেক পরিচালক আফরোজা জামান, সাবেক পরিচালক মো. জোনাইদ শফিক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, মো. জাহাঙ্গীর আলম (স্বত্বাধিকারী, ক্ল্যাসিক ট্রেডিং), শেখ ফুরকানুল হক চৌধুরী (স্বত্বাধিকারী, ইমিনেন্ট ট্রেডিং) (১৮) মো. আব্দুল আজীজ (স্বত্বাধিকারী, ইম্পেরিয়াল ট্রেডিং), মোহাম্মদ মিছবাহুল আলম (স্বত্বাধিকারী, মডেল ট্রেডিং), আরফানুল ইসলাম, প্রাক্তন ভিপি ও শাখা প্রধান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক খাতুনগঞ্জ শাখা, মোহাম্মদ আনিছুল ইসলাম, সাবেক এফএভিপি ও ক্রেডিট ইনচার্জ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, খাতুনগঞ্জ শাখা, আনিসুর রহমান, সাবেক এফএভিপি ও ম্যানেজার অপারেশন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি খাতুনগঞ্জ শাখা এবং মুনতাকা মুহাম্মদ সাইয়্যিদ, সাবেক সিনিয়র অফিসার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, খাতুনগঞ্জ শাখা।

 

 

পাঠকের মতামত

এদের কে ধরে পিটাও এরা কটি ক টি টাকা পাচার করে ছে বিদেশে।

Rubayet
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১:৩৫ অপরাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status