ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

স্থায়ী কমিটির বৈঠক

সংস্কার ইস্যুতে অবস্থান স্পষ্ট করবে বিএনপি

স্টাফ রিপোর্টার
২ জুলাই ২০২৫, বুধবার

সামপ্রতিক সময়ে সংস্কার ইস্যুতে বিএনপি’র বিরুদ্ধে কয়েকটি দল যে প্রচারণা চালাচ্ছে তার প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করবে দলটি। সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
বৈঠক সূত্র জানিয়েছে, সংস্কারের বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের ড্রাফট করার জন্য ইতিমধ্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে। 
বৈঠকে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ সংলাপ নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করেন নেতারা। সূত্র জানায়, সংস্কার ইস্যুতে বিএনপি সবসময় সোচ্চার। অন্তর্বর্তীকালীন সরকার যখন সংস্কারের উদ্যোগ নেয় তখন থেকেই ঐকমত্য কমিশনকে সর্বোতভাবে সহযোগিতা করে আসছে বিএনপি। বিএনপি দু’বছর আগ থেকেই সংস্কারের কথা বলছে। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে দলটি। অথচ সংস্কার ইস্যুতে সামপ্রতিক সময়ে বিএনপিকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দল নানা বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছে। এতে জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে, ভুল বার্তা যাচ্ছে। এতে নির্বাচন সামনে রেখে বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন অপপ্রচার চালানো হচ্ছে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এজেডএম জাহিদ হোসেন ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status