ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা কাটাতে কোটি টাকায় খাল খনন করবে জামায়াত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
mzamin

কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম নগরের বাকলিয়া বির্জাখাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা। চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে আগামীকাল শবিবার এ কাজের উদ্বোধন করা হবে। জামায়াত নেতারা বলছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে জনসাধারণের দুর্ভোগ দ্রুত লাঘব করতে তারা এ উদ্যোগ নিয়েছেন। এজন্য দলটি কমপক্ষে এক কোটি টাকা ব্যয় করবে। 

এর আগে মহানগর জামায়াতের নেতৃবৃন্দ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা মেয়রের সঙ্গে খাল খননের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে লজিস্টিক সাপোর্ট দেয়ার জন্য মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনকে আহ্বান জানান। মেয়রও তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন। জানা যায়, নগরের বির্জাখাল খননের জন্য একটি টেকনিক্যাল টিম গঠন করেছে মহানগর জামায়াত। সম্প্রতি দেওয়ান বাজারস্থ জামায়াত অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে গঠিত টেকনিক্যাল টিম সদস্যদের এক যৌথসভাও হয়েছে। এতে দলের  চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্ব করেন। 

সভায় বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এসএম লুৎফর রহমান, টেকনিক্যাল টিম দায়িত্বশীল ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান, ইঞ্জিনিয়ার ফাহমি, ইঞ্জিনিয়ার টিপু ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ জিল্লুর রহমান, জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক, হামেদ হাসান ইলাহী, সুলতান আহমদ, ইঞ্জিনিয়ার সরওয়ার আলম প্রমুখ।

সভায় শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরীর দুঃখ বর্ষাকালে জলাবদ্ধতা। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘবে জামায়াতে ইসলামী দেশের বর্তমান সরকারকে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে দেশের উন্নয়নের কাজে সহযোগিতার লক্ষ্যে জামায়াতের অর্থায়নে এ প্রকল্প গ্রহণ করেছে। তিনি এলাকার সকল জনগণ, প্রশাসনের কর্মকর্তা ও সর্বস্তরের মানুষকে বাকলিয়া বির্জাখাল খনন কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।  এদিকে নগর জামায়াতের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রামবাসী। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও অফলাইনেও এ উদ্যোগের প্রশংসা করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও জলবদ্ধতা নিরসনে দল মত নির্বিশেষে সকলের এগিয়ে আসা উচিত। সরকার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কারও পক্ষে এককভাবে এ কাজ সম্পাদন করা সম্ভব নয়। তাই সরকার, সিটি করপোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সকলকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম জামায়াত চট্টগ্রাম সিটি করপোরেশনের কাজে বাকলিয়া বির্জাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচালনা করবে। প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। বর্ষা এলেই নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হয়। কোথাও কোথাও হাঁটু থেকে বুক সমান পানি জমে থাকে। দিনের পর দিন পানিবন্দি হয়ে থাকে নগরীর ৪১টি ওয়ার্ডের মানুষ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status