খেলা
চ্যাম্পিয়নস লীগ থেকে ছিটকে গেলেই চাকরি যাবে আনচেলোত্তির!
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫০ অপরাহ্ন

চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হারের পর থেকে সমালোচিত হচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি। গানারদের ঘরের মাঠে ৩-০ গোলে হেরে ফেরার পর চাকরি নিয়েই টানাটানি লেগে গেছে রিয়াল বসের। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার বরাত দিয়ে আনচেলোত্তির স্বদেশি জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, চ্যাম্পিয়নস লীগ থেকে ছিটকে গেলেই বরখাস্ত হবেন এই ইতালিয়ান কোচ।
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম লেগে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের নিয়ে ঘরের মাঠে একপ্রকার ছেলেখেলাই করে গানাররা। রিয়ালের বেলজিয়ান গোলকিপার থিবো কর্তোয়ার দক্ষতায় স্কোরলাইন আর বেশি বড় হয়নি। তবে অল হোয়াইটদের ফিরতি লেগে প্রত্যাবর্তনের গল্প অনেক। সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে নিজেদের বারবার মেলে ধরেছে ইউরোপের সফলতম দলটি। সেদিনের ম্যাচের পর একই কথা বলেন কার্লো আনচেলোত্তি। তিনি বলেন, ‘এই লড়াই শেষ হয়ে যায়নি। (সেমিতে যাওয়ার) সম্ভাবনা খুবই কম। কিন্তু আমাদের শতভাগ চেষ্টা করতে হবে। খারাপ একটি ম্যাচের পর প্রতিক্রিয়া দেখানোর জন্য এটি একটি সুযোগ।’ আনচেলত্তি যোগ করেন, ‘আজকের ম্যাচটা যদি দেখেন, তাহলে মনে হবে কোনো সম্ভাবনাই নেই। কিন্তু ফুটবলে সবকিছুই সম্ভব। কেউ ভাবেনি রাইস দুটি সেট-পিস থেকে গোল করবে। ফুটবলে যেকোনো কিছু হতে পারে। আমাদের বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, কারণ বার্নাব্যুয়ে এমন অনেকবার ঘটেছে।’
৩ গোলে পিছিয়ে থেকেও ঘরের মাঠে প্রত্যাবর্তনের রেকর্ড আছে রিয়াল মাদ্রিদের। সেটিও আবার ইংলিশ ক্লাবের বিরুদ্ধেই। যদিও তেমন কিছু দেখা যায় প্রায় ৫০ বছর আগে, ডার্বি কাউন্টির বিপক্ষে ইউরোপিয়ান কাপে।