ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

৯ গোলের রুদ্ধশাস লড়াইয়ে ম্যানইউর জয়

স্পোর্টস ডেস্ক

(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১:৪৭ পূর্বাহ্ন

mzamin

ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার রাতে লিওঁর বিপক্ষে নাটকীয় জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগে ম্যানইউ জেতে ৫-৪ গোলে। এর আগে প্রথম লেগে লিওঁর বিপক্ষে ২-২ গোলে ম্যাচ ড্র হয়। এ নিয়ে ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলে ৭-৬ গোলের অগ্রগামিতায় ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করে সেমিফাইনাল।
লিওঁর বিপক্ষে জয় পেয়ে কোচ রুবেন আমোরিম বলেন, ‘এ জয়ের জন্য আমি ১৯৯৯ সালের ডকুমেন্টারি ফলো করেছিলাম। এটা আমাদের জন্য একটা দারুন রাত ছিল। ৪-২ গোলের সময় মনে হয়েছিল সব শেষ। কিন্তু আমি বিশ্বাস করেছিলাম এখনো ম্যাচ জেতা সম্ভব আর সেটাই হয়েছে।’  
নির্ধারিত সময়ের খেলায় ১০ জনের দল হওয়ার পরও এ ম্যাচে লিওঁ স্বাগতিকদের বিদায়ের শঙ্কায় ফেলে। ৪-৪ সমতায় থাকার পর ১২১তম মিনিটে হ্যারি ম্যাগুয়েরের হেডে ওল্ড ট্রাফোর্ড উল্লাসে ফেটে পড়ে। ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে রেড ডেভিলদের বস আমোরিম বলেন, ‘আমার মনে হয়, চতুর্থ গোলটিই ওদেরকে একদম দুমড়েমুচড়ে দেয়। এরপর আমরা আরও কিছু করার সুযোগ পেয়ে যাই। আমার কাছেই তা আসে এবং সৌভাগ্যক্রমে গোল করতে পেরেছি। অবিশ্বাস্য এক ম্যাচ ছিল। অনেক ঘাম ঝরিয়ে ধরা দিয়েছে এই মুহূর্ত।’ 
আমোরিম বলেন, ‘শেষ দুটি গোলে যে আওয়াজ, তা অসাধারণ অনুভূতি ছিল। যা আমরা আমাদের সামনের পথচলায় সযত্নে লালন করতে পারবো । এসব কারণেই তো এই খেলাটা আমরা এতটা ভালোবাসি। কোচ হিসেবে এই যে এত হতাশা, মৌসুমজুড়ে এমন বিবর্ণ সময়, বাজে সব মুহূর্ত, সবকিছুই আলিঙ্গন করে নেয়া যায় এরকম কিছু মুহূর্তের জন্য।’ আমোরিম বলেন, ‘এরকম মৌসুমে এই ধরনের জয় অনেক ফুটবলারকেই সহায়তা করতে পারে (উজ্জীবিত করতে)। সমর্থকদের সঙ্গে ফুটবলারদের বন্ধন পোক্ত হতে পারে এবং কিছু সময়ের জন্য হলেও আমরা ভুলে যেতে পারি, মৌসুমটা আমাদের কেমন যাচ্ছে’। 
এদিন  ইউরোপিয়ান মঞ্চে প্রথম দল হিসেবে ম্যানইউ ১২০তম মিনিটে দুই গোল করে । বড় কোনও উয়েফা প্রতিযোগিতার ইতিহাসে এ ম্যাচে প্রথমবার অতিরিক্ত সময়ে রেকর্ড পাঁচ গোল হয়। এ জয়ে ইউরোপা লীগে ৫ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। 
লিওঁর বিপক্ষে রেড ডেভিলদের অসাধারণ প্রত্যাবর্তনের পর ইউনাইটেডের পরের ম্যাচ মুখোমুখি হবে প্রিমিয়ার লীগের দল উলভস এবং বোর্নমাউথের।  এরপর লা লিগার দল অ্যাথলেটিক ক্লাবের। যারা নিজেদের শেষ ম্যাচে রেঞ্জার্সকে ২-০ গোলে হারায়।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status