খেলা
‘অজেয়’ রেকর্ড গড়ে সেমির দুয়ারে ফ্লিকের বার্সা
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৫ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বুধবার ঘরের মাঠে প্রথম লেগে ৪-০ গোলে জয় তুলে নেয় কাতালানরা। এ নিয়ে চলতি বছরে ২৩ ম্যাচ খেলে একটিতেও হারেনি স্প্যানিশ জায়ান্টরা। এতে করে লুইস এনরিকের এক পঞ্জিকাবর্ষে টানা অপরাজিত থাকার রেকর্ডটি এখন এককভাবে হান্সি ফ্লিকের।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লীগে প্রথম পর্বে দেখা হয় বার্সা ও ডর্টমুন্ডের। ৩-২ গোলে সে ম্যাচ জিততে বার্সার কাঠখড় পোড়াতে হলেও এবার জার্মান জায়ন্টরা পাত্তাই পেলো না। অলিম্পিক লুইস স্টেডিয়ামে গোল অভিমুখে ১৮টি শটের মধ্যে এদিন ১০টিই লক্ষ্যে রাখে স্বাগতিকরা। ১৩টির মধ্যে স্রেফ ৩টি শট লক্ষ্যে রাখতে পারে ডর্টমুন্ড। প্রথম সাত মিনিটের মধ্যেই তিনটি বড় সুযোগ তৈরি করে সফরকারীদের চাপে ফেলে দেয় বার্সা। তবে স্বাগাতিকদের আক্রমণ মিলিয়ে যাচ্ছিল হলুদ-কালোদের রক্ষণভাগে গিয়ে। ম্যাচের ২৫তম মিনিটে প্রথম গোলের দেখা পায় কাতালানরা। ফ্রি কিকে ইনিগো মার্টিনেজের হেডে বল পেয়ে যান পাউ কুবারসি। স্প্যানিশ এই ডিফেন্ডারের শট ডর্টমুন্ড গোলকিপার গ্রেগর কোবালের হাতে লাগলেও তা জালের দিকেই এগোচ্ছিল। ছুটে গিয়ে পা ছুঁইয়ে দিয়ে গোলটি নিজের করে নেন রাফিনহা। চ্যাম্পিয়নস লীগের মঞ্চে নিজের প্রথম গোল ভেবে উদযাপনে মাতেন কুবারসি। অভিনন্দনও পান সতীর্থদের থেকে। তবে রিপ্লেতে দেখা যায় গোলটি আদতে ব্রাজিলিয়ান তারকার। চলতি মৌসুমে এটি রাফিনহার ১২তম গোল, বেশি নেই আর কারও। বিরতির আগ পর্যন্ত আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বার্সা। মাঠে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানদোভস্কি। লামিন ইয়ামালের ক্রস রাফিনহার মাথা ছুঁয়ে চলে যায় লেভার কাছে। ক্রসবারের অনেকটা নিচ থেকেই হেডে জাল খুঁজে নেন এই পোলিশ স্ট্রাইকার। ৬৫তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন এই ৩৬ বছর বয়সী তারকা ফুটবলার। ঝাঁপিয়ে পড়েও তার গতিময় শটের নাগাল পাননি কোবেল। নিজের সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে ২৮ ম্যাচে এটি লেভানদোভস্কির ২৯তম গোল। বার্সার হয়ে শততম গোল করতে তার দরকার মাত্র একটি গোল। ৭৭তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন তরুণ তুর্কি লামিন ইয়ামাল।
এই জয়ে ২৩ ম্যাচ অপরাজিত থেকে বার্সার হয়ে এক পঞ্জিকাবর্ষে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েন হান্সি ফ্লিক। ২০১৬তে লুইস এনরিকের অধীনে বার্সা অপরাজিত ছিল ২২ ম্যাচ। সেটি ছাড়িয়ে এবার ২৩ ম্যাচ অপরাজিত থাকার নতুন কীর্তি গড়ল ফ্লিকের শিষ্যরা। ফিরতি লেগে ডর্টমুন্ডের মাঠে আগামী ১৫ই এপ্রিল।