দেশ বিদেশ
বগুড়ায় জামায়াত কর্মীকে হত্যায় জামায়াতে ইসলামীর নিন্দা
স্টাফ রিপোর্টার
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারবগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামে গত মঙ্গলবার রাতে জামায়াতকর্মী কাবিল উদ্দিনকে মুঠোফোনে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, নিহত জামায়াতকর্মী কাবিল উদ্দিনের পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, তাদের এলাকার দুর্বৃত্তরা অন্যায় ও অসৎ কাজে বাধা দেয়ার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিহত কাবিল উদ্দিনকে শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করেন। তিনি আল্লাহর কাছে নিহতের পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক প্রার্থনা করেন।