দেশ বিদেশ
ঢাকা ওয়াসার সেই শহিদুল ওএসডি
স্টাফ রিপোর্টার
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারঢাকা ওয়াসার কমন সার্ভিস বিভাগের উপ-সচিব শহিদুল ইসলামকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে প্রতিষ্ঠানটির প্রশাসন ও মানব সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এই দপ্তরে সংযুক্ত থাকবেন।
ওয়াসা সূত্র জানিয়েছে, সাবেক এই ছাত্রলীগ নেতা আওয়ামী লীগ সরকার পতনের পরও গত কয়েক মাস ধরে ওয়াসা প্রশাসন নিয়ন্ত্রণ করছিলেন। লিয়াকত শিকদারেরর অনুসারী দাবি করা এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে পরিকল্পিতভাবে সব বাদ দিয়ে সমন্বয়কদের বিতর্কিত করতে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করিয়েছেন সমপ্রতি একটি চ্যানেলে। তিনি আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ-সভাপতি।
শহিদুল বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক এক ওয়াসা প্রকৌশলী জানান- ৪ঠা আগস্ট যখন ছাত্ররা অসহযোগের ঘোষণা দেয়। তখন এই কর্মকর্তা শহিদুল প্রকাশ্যে ঘোষণা দেন যারা অফিসে উপস্থিত হবে না তাদের তালিকা করে সরকারিভাবে ব্যবস্থা নেয়া হবে। সাবেক এমডি তাকসিমের আমলে তারই হাত ধরে নিয়োগ পাওয়া এই কর্মকর্তাকে নিয়োগ দুর্নীতির অভিযোগে বিতাড়িত করেন তাকসিম। তাকসিম তাকে অনিয়ম-দুর্নীতির কারণে করেছেন সাসপেন্ডও। আর শহিদুল বলে বেড়াচ্ছেন- ৫ই আগস্টের পরে ওয়াসার বর্তমান প্রশাসনই তাকে আবার ফিরিয়ে আনে। শুধু তাই নয়, আবার প্রশাসনে ফেরত এনে প্রশাসনের কর্তৃত্ব তার হাতে তুলে দেয়া হয়েছে। ওয়াসা প্রশাসনে সব ধরনের নিয়োগ-বদলি-পদোন্নতি গত কয়েক মাস ধরে তার হাতের ইশারায় হচ্ছে। শহিদুল পুরো আওয়ামী লীগের অনুসারী কর্মকর্তাদের পদায়ন করছেন। এছাড়াও শহিদুলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।