ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

দেশে দেশে শোকের আবহে আশুরা পালন

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১০ আগস্ট ২০২২, বুধবার, ১:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪২ অপরাহ্ন

mzamin

কারবালার প্রান্তরের শোকাবহ ঘটনার স্মরণে পবিত্র আশুরা পালন করেন সমগ্র বিশ্বের মুসলিমেরা। শিয়া মতবাদের অনুসারীদের মধ্যেই এ দিনটি পালনের চর্চা দেখা গেলেও সব মুসলিমদের কাছেই দিনটি গুরুত্বপূর্ণ। মুসলিম দেশগুলোতে নিজস্ব ঐতিহ্য অনুযায়ী গুরুত্বের সঙ্গে আশুরা পালন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন শহরের আশুরা পালনের ছবি প্রকাশ করেছে ডয়চে ভেলে।

তেহরান, ইরান

৬৮০ খৃষ্টাব্দে বর্তমান ইরাকের কারবালার প্রান্তরে মুসলিমদের নবী হযরত মোহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন ও তার সঙ্গীরা ইয়াজিদ এর বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন। ইরানের তেহরানে মুসলিমরা সেই ঘটনার রূপায়ন করেন। 

কারবালা, ইরাক

ঐতিহাসিক সেই ঘটনা যে স্থানে হয়েছিল সেই কারবালা এখন ইরাকের গুরুত্বপূর্ণ শহর। সেখানে প্রতি বছর ওই ঘটনার শোকের মাতম দেখা যায়। মুসলিমরা প্রতিবছরের মতো তাদের প্রিয় ইমাম হাসান, ইমাম হোসেনের শোকাবহ মৃত্যুকে স্মরণ করেন নানা রীতির মাধ্যমে৷ 

বাগদাদ, ইরাক

মূলত আরবী মহররম মাসের ১০ তারিখ আশুরা পালিত হলেও অনেক জায়গায় তার আগে থেকেই শুরু হয় নানা আয়োজন৷ শিয়ারা এ দিনকে সামনে রেখে সপ্তাহজুড়ে প্রস্তুতি নেন। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ইরাকের রাজধানী বাগদাদেও দেখা গেছে নানা আয়োজন। 

সানা, ইয়েমেন

ইয়েমেনেও রয়েছে বিশাল শিয়া জনগোষ্ঠী। দেশটির রাজধানী সানায় বিশাল মিছিল বের করে হুতি সমর্থকরা৷ এই হুতিরা আবার ইরান সমর্থিত। যুদ্ধের মধ্যেও তারা ধর্মীয় চর্চা অব্যাহত রেখেছে।

মানামা, বাহরাইন

বাহরাইনেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র আশুরা।

বিজ্ঞাপন
ছবিতে রাজধানী মানামায় একটি আয়োজনে মাতম করছেন শিয়া মুসলিমরা।
ইস্তাম্বুল, তুরস্ক

তুরস্কের শিয়া অনুসারী জাফরি সম্প্রদায়ের মানুষ অন্যদের চেয়ে আলাদাভাবে আশুরা পালন করেন৷ এদিন কালো পোশাক পরে নারী ও পুরুষরা র‍্যালি বের করেন। আয়োজন শেষ হয় কারবালায় শহিদের জন্য গণপ্রার্থনার মধ্য দিয়ে।

পেশাওয়ার, পাকিস্তান
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো পাকিস্তানেও মুসলিমদের কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন আশুরা। এদিন পাকিস্তানে মাতম করেন মুসলিমরা। ছবিতে পেশাওয়ারে একটি আয়োজনে কারবালার ঘটনার স্মরণে নিজেদের রক্তাক্ত করতে দেখা যাচ্ছে কয়েকজনকে৷

আহমেদাবাদ, ভারত

বাদ যায়নি দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতও। ভারতের আহমেদাবাদে প্রতিবছরই নানা আয়োজনে আশুরা পালন করেন মুসলিমরা৷ কালো পোশাক পরে বুকে আঘাত করে শোকের বহিঃপ্রকাশ শুধু নয়, নিজের শরীরকেও রক্তাক্ত করেন কেউ কেউ৷

শ্রীনগর, ভারত

ভারতের শ্রীনগরে মহররমে মিছিল বের করেন কাশ্মীরের শিয়া মুসলিমরা৷ কিন্তু পুলিশের বাধার মুখে পড়েন তারা৷ মিছিলে অংশ নিতে যাওয়া এক যুবককে পুলিশ হেনস্তা করতে দেখা যাচ্ছে৷
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status